
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল শীর্ষ আদালতে। মঙ্গলবার দিনের শুরুতেই এই মামলা শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কিন্তু তা মুলতুবি হয়ে যায়। ফলে আজও ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ ঝুলেই রইল। পরবর্তী শুনানি ১৫ জানুয়ারি অর্থাৎ আগামী সপ্তাহে। ওইদিনের মধ্যে সবপক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের।