
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ সাঙ্গ হল এ বছরের মতো মুর্শিদাবাদ খাদি মেলা। আর সেই মেলায় বিক্রি হল প্রায় তিন কোটি টাকার সামগ্রী। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ ভবনের মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবর্ষি রায় বলেন, ” দু কোটি ৮২ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছে এ বারের মেলায়।” যা এখনও পর্যন্ত হওয়া জেলার ন’টি খাদি মেলার মধ্যে সর্বোচ্চ। দফতর সূত্রেই জানা যায়, গত বছর খাদি মেলায় প্রায় দু কোটি ৪৮ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছিল।
চলতি বছর ব্যারাক স্কোয়ারে এক লক্ষ স্কোয়ার ফুটের কাছাকাছি জায়গা জুড়ে ১৭৫ টি স্টল বসেছিল মেলায়। ছিল যুব ও ক্রীড়া দফতরের স্টল, স্বাস্থ্য দফতর, মৎস্য দফতর, উদ্যান পালন দফতরও তাদের স্টল দিয়েছিল মেলায়। ডিসেম্বরের ২২ তারিখ থেকে শুরু হয়ে চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত প্রায় ১৬ দিন ধরে চলা এই মেলা হয়ে উঠেছিল আক্ষরিক অর্থেই এক গ্রামীণ ভারত।

সব স্তরের মানুষকে মেলায় টানতে প্রশাসন প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। ছিল প্রতিযোগিতাও। তরুণ হস্তশিল্পী অংশু নাথ মেলায় নারকেলের খোল দিয়ে অলঙ্কার বানিয়ে জিতে নিয়েছেন প্রথম পুরস্কার। তিনি এই মেলায় বিক্রিও করেছেন নিজের তৈরি সামগ্রী। আর একাদশ শ্রেণির এই পড়ুয়া নিজের হাতে তৈরি সামগ্রী বিক্রি করবার সুযোগ পেয়ে উচ্ছসিত।

খাদি বস্ত্র থেকে হস্তশিল্প, ঘর গোছানোর সামগ্রী থেকে রান্নার সামগ্রী সবকিছু পসরা সাজিয়ে বসেছিলেন ক্রেতারা। উত্তরবঙ্গের বাঁশ ও বেতের সামগ্রী বিক্রি হয়েছে মেলায়। ছিল মেদিনীপুরের পটচিত্রও। তবে সবার বিক্রি সমান হয়নি। কেউ কেউ আফশোস করেছেন। কেউ খুশিতে ভরে উঠেছেন। এক বিক্রেতা জ্যোতি সরকার যেমন বলেন, “গত বছর বিক্রি এর থেকে ভাল হয়েছিল। এবার মোটামুটি হয়েছে।”
ফি বছর ডিসেম্বরে এই মেলা বসে বহরমপুর ব্যারাকস্কোয়ারে। প্রতি বছর এই মেলায় ভিড় প্রমাণ করে এই মেলার জনপ্রিয়তা বললেন মেলায় সাত বার ঘুরতে আসা বহরমপুরের বাসিন্দা তনিমা মণ্ডল।