হাইকোর্টের রায় শুনে বহরমপুরের সাংসদ বলেন, ” মমতাকে খুশি করতে পুলিশ আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। কী করবে? কাজ নেই তো খই ভাজ। তাই করেছে।”
সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ ফের একবার আদালতে মুখ পুড়ল রাজ্য পুলিশের। Rahul Gandhi র সঙ্গে Adhir Ranjan Chowdhury-র ন্যায় যাত্রা হয়েছে শীতকালে। সেই ন্যায় যাত্রায় মালদহে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙে। তদন্তে নেমে পুলিশ অধীরের নামে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে। সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে অধীর চৌধুরীও পাল্টা মামলা করেন পুলিশের বিরুদ্ধে।
আজ কলকাতা হাইকোর্ট সেই মামলার রায়ে পরিস্কার জানিয়ে দেয় Adhir Chowdhury-র বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। চার্জশীট জমা দেওয়ার আগে নিতে হবে হাইকোর্টের অনুমতি। অধীর চৌধুরীর সঙ্গে কথা বলতে গেলে দুদিন আগে তাঁকে জানাতে হবে বলেও এদিন আদালত নির্দেশ দিয়েছে।
হাইকোর্টের রায় শুনে বহরমপুরের সাংসদ বলেন, ” মমতাকে খুশি করতে পুলিশ আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। কী করবে? কাজ নেই তো খই ভাজ। তাই করেছে।” তিনি বলেন ” ঘটনাস্থলে সাংবাদিকরা আমার কাছে কীভাবে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙলো জানতে চেয়েছিলেন। তার উত্তরে আমি বলেছিলাম বুঝে নিন কারা হামলা চালিয়েছে। এই কথায় উত্তেজনা কীভাবে ছড়ায়?”
৩১ জানুয়ারি বিহার থেকে মালদহের হরিশচন্দ্রপুরে ঢোকে ন্যায়যাত্রা। সেখানে ভিড়ের চাপে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙে যায়। পুলিশের (Police) দাবি, অধীরের উসকানিমূলক মন্তব্য জেরে উত্তেজিত হয়ে পড়েন কংগ্রেস সমর্থকরা। সেই কারণেই গাড়ির কাঁচ ভেঙে যায়। এই প্রেক্ষিতে অধীরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। সম্প্রতি তাঁকে ৪১-এ ধারায় নোটিশ জারি করে তাঁকে তলব করে পুলিশ। এর বিরুদ্ধেই হাইকোর্টে গিয়েছিলেন অধীর।