সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিও বৃদ্ধি হল। বৃহস্পতিবার ক্যাবিনেট এই অনুমোদন দিয়েছে। পেনশনভোগিরাও এই সুবিধা পাবেন। এই নির্দেশ পয়লা জানুয়ারি ২০২৪ থেকেই কার্যকর হবে।
এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে ৪৯.১৮ লক্ষ কর্মচারী এবং ৬৭.৯৫ লক্ষ পেনশনভোগী সরকারী সিদ্ধান্ত থেকে উপকৃত হবেন।
তিনি আরও বলেছিলেন যে এই সিদ্ধান্তের জন্য রাজকোষে বার্ষিক ১২,৮৬৮.৭২ কোটি টাকা খরচ হবে।