সংবাদ হাজারদুয়ারি ডেস্কঃ রাঁচিতে শেষ হাসি কে হাসবে তা এখনি বলা যাচ্ছে না। রবিবার খেলা শুরু হতেই ৩০৭ রানে প্রথম ইনিংসে ভারতীয়রা গুটিয়ে যায়। ৪৬ রানে এগিয়ে থেকে ব্যাট শুরু করে ইংরেজরা। দ্বিতীয় ইংনিসে ১৯ ওভার শেষে ইংলন্ডের স্কোর ৮০ ছাড়িয়েছে। তবে বেন ডাকেট ও অলি পোপ, জো রুটকে অবশ্য প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছে রবিচন্দ্রন অশ্বীন। এদিন ১০ ওভার বল করে ৩৮ রান দিয়ে তিন উইকেট তুলেছেন এই ভারতীয় স্পীনার।

লাইভ স্কোর দেখুনঃ https://www.bcci.tv/events/129/england-tour-of-india-2023-24/match/1176/4th-test
ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও ইংলন্ডের চতুর্থ ক্রিকেট টেস্ট চলছে। প্রথমে ব্যাট করে ইংরেজরা দু’দিনে প্রথম ইংনিস শেষ করে। প্রথম ইংনিসে ৩৫৩ রান তোলে ইংলন্ড। তবে রবিবার খেলা শুরু হওয়ার পর ভারতীয়রা অনেকেই ধ্রুব জুরেলের শতরান আশা করেছিলেন। কিন্তু নম্বই রানেই এদিন থামতে হয় তাঁকে। রাজকোটে অর্ধ শতরানের স্বপ্ন রাঁচিতে পূরণ হলেও অধরা থাকল শতরান।