
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদের বড়ঞার দায়িত্বে ফিরলেন বীরভূমের অনুব্রত মন্ডল। ২০১৬ সাল থেকে অলিখিতভাবে পরে ২০২১ সালে দলের নির্দেশে মুর্শিদাবাদের এই বিধানসভার পর্যবেক্ষক ছিলেন তিনি। কিন্তু গরুপাচার মামলায় জেল যাত্রার পর সেই পদে নতুন করে কাউকে বসাননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অনুব্রত মন্ডলকে ফোন করে দলনেত্রী বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদের বড়ঞা ও পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, আউশগ্রাম ও মঙ্গলকোট বিধানসভার দায়িত্ব তুলে দিয়েছেন।
তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সংগঠনের মধ্যেই পরে বড়ঞা বিধানসভা। এই বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি কান্ডে জড়িত থাকায় তাঁর জেল হয়। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পরে তাঁর সঙ্গে দলের দূরত্বও বেড়েছে। বড়ঞায় তৃণমূলের কো-অর্ডিনেটর মাহে আলমের সঙ্গে তাঁর দূরত্বের কথাও জানা সবার। এমতাবস্থায় অনুব্রত মন্ডলকে এই বিধানসভার দায়িত্ব দেওয়ায় খুশি বিধায়ক। তিনি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বীরভূমের বলিষ্ঠ সাংগঠনিক সভাপতিকে পুনরায় এই বিধানসভা ওঁর হাতে তুলে দেওয়া ভাল খবর তো বটেই।”
তবে মাহে আলম বলেন, ” বিধায়কের কাছে ভাল খবর হতে পারে কিন্তু আমাদের কাছে দলীয়ভাবে কোনও খবর নেই। বিষয়টি সত্য মিথ্যা তা জানি না। তবে দল তাঁকে যদি দায়িত্ব দেন তবে অবশ্যই কাজ করবেন। তাতে আমাদের বলার কিছু নেই।”
তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার বলেন, “এ ব্যাপারে আমার কিছু জানা নেই।”