উৎসাহ দিতে সব স্কুলকে সম্মান জানাবে পুরসভা

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ সরস্বতী পুজোর আয়োজনের নিরিখে বহরমপুর পুরসভার পক্ষ থেকে শহরের পাঁচটি সরকার পোষিত স্কুলকে পুরস্কৃত করা হবে বুধবার। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে সরাসরি সেই ঘোষণা করেন পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাওসার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডের আর এক কাউন্সিলর জয়ন্ত চক্রবর্তীও। শহরের স্কুলগুলির পুজোর আয়োজন এই দুই কাউন্সিলর ও দুই স্কুল শিক্ষক ঘুরে দেখেছেন।

তাঁদেরই বিচার অনুযায়ী , শহরের একেবারে উত্তরের স্কুল শ্রীশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় হয়েছে বহরমপুর জেএন একাডেমি স্কুল, তৃতীয় স্থান অধিকার করেছে কৃষ্ণনাথ কলেজ স্কুল, চতুর্থ স্থান অধিকার করেছে চালতিয়া শ্রীগুরু পাঠশালা ও পঞ্চম স্থান অধিকার করেছে লিপিকা মেমোরিয়াল গার্লস হাইস্কুল।

কাওসার ও জয়ন্ত বলেন, ” এর আগে আমরা তৃতীয় স্থান পর্যন্ত পুরস্কার ঘোষণা করতাম। কিন্তু এবছর প্রায় প্রত্যেকটি স্কুলের পড়ুয়ারা আগ্রহ করে পুজোয় বিভিন্ন রকম থিম তুলে ধরেছে। আর তা নিয়ে বিচার করতে গিয়ে আমাদের করুণ অবস্থা হয়েছিল। তাই আমরা বিভিন্ন দিক থেকে বিচার করে পাঁচটি পুরস্কার ঘোষণা করলাম আর বাকি স্কুলগুলিকে স্মারক ও মানপত্র তুলে দেওয়া হবে।”

বুধবার সন্ধ্যায় বহরমপুর পুরসভায় সেই পুরস্কার তুলে দেবেন পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়।প্রসঙ্গত, গত তিন বছর ধরে শহরের স্কুলগুলিকে এইভাবে উৎসাহ জোগাচ্ছে পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights