
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্ক: ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে আগামীকাল পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে আদালতে আশ্বাস দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।
আজ শারীরিক অসুস্থতার জন্য তিনি শুনানি না করার আবেদন করে আদালতের কাছে। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দিলেন আগামীকাল এই মামলার শুনানি। রাজ্যের কোনো পদক্ষেপ না করার আশ্বাস তিনি মেনে নেন।পাশাপাশি কার্তিক মহারাজের বিরুদ্ধে ওঠা অভিযোগে প্রত্যক্ষদর্শীকে পুলিশ হেনস্তা করছে এমনই অভিযোগ নিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চান অন্য এক আইনজীবী।
বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দিলেন এই মামলা শোনার এক্তিয়ার তাঁর নেই। এই আবেদন করতে হলে তাকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন জানাতে হবে।
আপাতত একদিনে স্বস্তি পেলেন মহারাজ। জুনের ২৬ তারিখ নবগ্রাম থানায় এক মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে শ্লীলতাহানি ও গর্ভপাতের অভিযোগ করেছেন। সেই অভিযোগের তদন্তে নেমেছে মুর্শিদাবাদ পুলিশ। মঙ্গলবার বিষয়টির সত্যতা জানতে নবগ্রাম থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠিয়েছিল ‘মহারাজ’কে। পুলিশের জিজ্ঞাসাবাদে কার্তিক মহারাজ গ্রেফতার হতে পারেন বলে আন্দাজ করেছিলেন বলে দাবি আইনজীবীদের একাংশের। তাই তিনি মামলা খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলে দাবি তাঁদেরই।