সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ আজ মঙ্গলবার থেকে ভারতীয় জনতা পার্টির অন্যতম সদস্য হিসেবে নিজেকে সবার সামনে তুলে ধরলেন অভিজিৎ গাঙ্গুলী। লোকসভা নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া একপ্রকার নিশ্চিত বলে গুঞ্জন। প্রাক্তন বিচারপতির ভোট যুদ্ধে নামার স্ব-ঘোষণায় আপামর বঙ্গবাসী দোলাচলে। এদিন তাঁর মুখে ছিল রাজ্যের শাসকদলের চুড়ান্ত সমালোচনা। সিপিএমের প্রশ্নে তাঁর সুর নিচে বাঁধা থাকলেও কংগ্রেস নিয়েও প্রাক্তন বিচারপতি গাঙ্গুলী ছিলেন চাঁছাছোলা। তবে রাজ্য সরকারের অনেক নীতির সমালোচনা করলেও কলকাতা ও রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন স্বভাবসিদ্ধ ভঙ্গীতে।
সন্দেশখালির “ত্রাস” শেখ শাহজাহানের মামলা হাইকোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেয়। যদিও মঙ্গলবার রাত পর্যন্ত পুলিশ তাকে হাতে পায়নি। হাইকোর্টের নির্দেশ মতো বিকেল সাড়ে ৪টের মধ্যেই শেখ শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছেও গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বহিনী নিয়ে প্রায় ঘণ্টা দুয়েক ভবনের ভিতরেই ছিলেন আধিকারিকরা। কিন্তু রাত পর্যন্ত তাদের খালি হাতেই ফিরতে হয়েছে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে মামলা ঠুকেছে বলেই এদিন সিবিআই শাহজাহানকে হেফাজতে নিতে পারে নি বলে দাবি আইনজীবীদের।
তবে এই মামলা সিবিআইয়ের হাতে যাওয়াই উচিত বলে মনে করেন বিজেপির নতুন নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য পুলিশের ক্ষমতা থাকলেও তারা শাসক দলের অঙ্গুলীহেলনে অপরাধীদের ধরতে পারে না। তিনি বলেন, ” রাজ্য ও কলকাতা পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করে। কিন্তু ওদের কাজ করতে দেওয়া হয় না।”