কলকাতা পুলিশকে ধুয়ে দিলেন কুনালরা

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ এক আরজিকর কান্ডে মুখ থুবড়ে পড়েছে কলকাতা পুলিশ। যে পুলিশ বাহিনীকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই রাজ্যের শাসকদল তৃণমূলের তাবড় নেতাদের একাংশ। সেই বাহিনী প্রথমে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক হত্যাকান্ড ও পরে ওই হাসপাতালই ভাঙচুরের মতো ঘটনা ঘটে। তরুণী খুনের তদন্তভার কলকাতা পুলিশের কাছ থেকে কেড়ে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু হাসপাতাল ভাঙচুর কান্ডে ধরপাকড় শুরু করেছে কলকাতা পুলিশ। তারসঙ্গে তাঁরা অন্য তদন্তের থেকে বেশি গুরুত্ব দিয়েছেন সমাজমাধ্যমে ভুয়ো তথ্য সম্প্রচারে।

সেই বিষয়েই দুই প্রখ্যাত চিকিৎসক কুনাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করে লালবাজার। সোমবার লালাবাজারে ওই দুই চিকিৎসক হাজিরা দিয়েছেন। ঘন্টা খানেকের মধ্যে কলকাতা পুলিশকে উত্তর দিয়ে বেড়িয়ে তাঁরা প্রশ্ন তোলেন পুলিশের তলব নিয়েই। আলোচনা সৌহার্দ্য পূর্ণ পরিবেশে হয়েছে জানিয়ে সুবর্ণ বলেন, “আমাদের সমন পাঠানোর কোনও ভিত্তি নেই। তাই সেই সমন বাতিল করতে বাধ্য হয়েছে পুলিশ।” তবে তাঁদের সমন দেওয়ার প্রসঙ্গে চিকিৎসক সমাজ কড়া সমালোচনা করেছে। সে কথা জানিয়ে সুবর্ণ বলেন, “পুলিশ কেন মানুষকে নিরাপত্তা দিতে, মানুষকে আস্থা দিতে পারছে না তা পুলিশকেই খুঁজে বের করতে হবে। আমাদের কাছে আজকে আপনারা আবেদন করছেন। এটা আগেই করা উচিত ছিল। আলোচনা করতেই পারেন, কিন্তু চিকিৎসরদের সমন পাঠানোর আগে পাঁচবার ভাববেন। ”

কুনাল বলেন, “আমরা নির্যাতিতার পরিচয় সমাজমাধ্যমে ওপেন করিনি। আমি কেস ওয়াইজ মন্তব্য করেছি। যা আমাদের বলা সঙ্গত তাই বলেছি। আমরা যে মত শেয়ার করেছি তা গুজব ছড়িয়ে পড়বার মতো নয়।” চিকিৎসকদের সমন দেওয়ার মধ্যে পুলিশের ক্ষমতার বহিঃপ্রকাশ আছে বলেও মনে করেন কুনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights