সংবাদ হাজারদুয়ারী ওয়েবডেস্কঃ লাগাতার ধাক্কায় সম্বিত ফিরল রাজ্য সরকারের? অন্তত সোমবার একটু বেশি রাতেই স্বাস্থ্য প্রশাসন একটু নড়চড়ে বসল। এমনটাই দাবি সূত্রের। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে অনিয়মের অভিযোগ উঠেছিল। তারই তদন্ত করতে আইজি প্রণব কুমারকে মাথা করে চার সদস্যের সিট গঠন করল রাজ্য। প্রণব ছাড়াও ওই দলে আছেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ ওয়াকার রেজা, আইজি সিআইডি সোমা দাস মিত্র এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। ২০২১ সাল থেকে চলতি বছরের যতদিন পর্যন্ত সন্দীপ ওই কলেজের দায়িত্বে ছিলেন সেই সময়কালের মধ্যে হওয়া আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবেন ওঁরা।
এতদিন ধরে আন্দোলনরত চিকিৎসকরা ছাড়াও চিকিৎসকদের একাধিক সংগঠন এই অনিয়মের অভিযোগ বারবার তুলেছেন। রাজ্য সরকার তা কানে না তুলে অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার পরেও সন্দীপকে প্রাইজ পোস্টিং দিয়ে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ পদে বসিয়েছিল স্বাস্থ্যভবন। তাই নিয়ে আন্দোলনকারীদের ক্ষোভ চরমে পৌছায়। শুধু অধ্যক্ষ পদ থেকে অপসারণ নয়। তাঁকে জেলে ঢোকানোর দাবি তুলে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল থেকে অদলীয় সমস্ত প্রতিবাদী মঞ্চ।
তরুণী চিকিৎসক হত্যাকান্ডে সন্দীপকে পরপর চারদিন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তার বিরুদ্ধে ওঠা যাবতীয় আর্থিক অনিয়মের অভিযোগের তথ্য রাজ্য সরকারের কাছে চেয়ে পাঠিয়েছেন সিবিআই গোয়েন্দারা। সূত্রের দাবি, স্বাস্থ্য প্রশাসনের কাছে সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা আছে। সেসব ফের নেড়েঘেটে দেখছে শীর্ষ প্রশাসন। এতদিন সেসবই ধামাচাপা দেওয়া ছিল। আর তাই ধুলোঝেড়ে সেসব অভিযোগ বের করবার পাশাপাশি সিট গঠন করে মান রক্ষার চেষ্টা করলেও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একাধিক বিরোধিরা সিট গঠনকে আই ওয়াশ ছাড়া অন্য কিছু ভাবছেন না বলে জানিয়েছেন।