সংবাদদাতা, কলকাতা: চলতি মাস ফুরোলেই দু-দফায় রাজ্যে আসবে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে প্রথমে ১ মার্চ একশো কোম্পানি ও পরে ৭ মার্চ ৫০ কোম্পানি বাহিনীর মার্চ পৌঁছবে রাজ্যে। নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি রাজ্য। তার আগেই কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে পৌঁছনোর মতো ঘটনা নজিরবিহীন বলেই মত রাজনীতির কুশীলবদের। তাঁদের দাবি, এর আগে রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ঘুরে যাওয়ার পরেই বাহিনী পাঠানোর মতো সিদ্ধান্ত নেয় কমিশন। কিন্তু এখনও পর্যন্ত সে সব কিছুই শুরু হয় নি। আলাদা করে রাজ্যের কোনও রিপোর্ট তলব করে নি কমিশন কিন্তু তার আগে বাহিনী পাঠিয়ে এলাকা দখল করবার পিছনে যুক্তি কী তার খোঁজ শুরু হয়েছে প্রায় প্রতিটি দলেরই অন্দরে।
যদিও এ রাজ্যে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা আগেই বলা হয়েছিল। আগামী মার্চ মাসের তিন তারিখ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে সন্দেশখালির মতো ঘটনার জেরেই কি রাজ্যে তড়িঘড়ি বাহিনী পাঠানোর মতো সিদ্ধান্ত নিয়েছে কমিশন, ঘুরছে সে প্রশ্নও। সূত্রের দাবি, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ২০২৪ Loksabha Election -এর দিনক্ষণ ঘোষণা করতে পারে কেন্দ্র। রাজ্যের ৮০ হাজারেের কাছাকাছি বুথের সবকটিতেই কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। সেদিকে খেয়াল রাখতেই হয়ত আগাম কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করিয়ে এলাকার পরিস্থিতি নজরে আনতে চাইছে কমিশন। সেক্ষেত্রে আগাম পরিকল্পনা নিয়ে নির্বাচনের দিন সুষ্ঠভাবে নির্বাচন করা সুবিধাজনক হবে বলেও দাবি একাংশ অবসরপ্রাপ্ত আমলাদের। তবে এই বাহিনী কার আওতায় থেকে ডিউটি করবে তা এখনও অপরিস্কার উভয়ের কাছেই।