বহরমপুরে ম্যারাথন জিতল মালদহ

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসের দিন তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সংখ্যালঘু সংগঠনের উদ্যোগে সাড়ে সাত কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ মুর্শিদাবাদ সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা।

সেখানে ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে প্রথম স্থান অধিকার করেন মালদা জেলার বলরাম মন্ডল, দ্বিতীয় স্থান অধিকার করেন মালদা জেলার সুজন ঘোষ এবং তৃতীয় স্থান অধিকার করেন দক্ষিণ চব্বিশ পরগনার শাহিনুর মোল্লা।

ঐদিন সকাল সাতটায় ফরাসডাঙা থেকে দৌড় শুরু হয়ে গোরাবাজার নিমতলায় শেষ হয়। সেখানে একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। একটি স্মারকসহ প্রথম স্থানাধিকারীকে ১৫ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে ১০ হাজার টাকা ও তৃতীয় স্থানাধিকারীকে ৫০০০ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয় বলে জানান বহরমপুর পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাওসার।

তাছাড়া ও বিজয়ীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights