রাজ্য পুলিশের নতুন ডিজি

Social Share

সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ রাজীব কুমারের উত্তরসুরি বেছে দিল নবান্ন। রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন বিবেক সহায়। এদিনই বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিসের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। গোটা নির্বাচনী প্রক্রিয়ায় রাজীব কুমার কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে। সেইসঙ্গে পরবর্তী ডিজি নিয়োগের জন্য রাজ্যের কাছে ৩ জনের নাম চেয়ে পাঠায় কমিশন। 

আরও পড়ুনঃ DG রাজীব কুমারকে সরানো হল

বিকেল ৫টার মধ্যে সম্ভাব্য ৩ যোগ্য অফিসারের নাম কমিশনে পাঠাতে বলা হয়। সেই নির্দেশ মেনে ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার বিবেক সহায়, ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় এবং ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার দেবাশিষ রায়ের নাম পাঠানো হয় বলে দাবি সংবাদ সূত্রে। তার মধ্যে বিবেক সহায়কে রাজ্যের পরবর্তী ডিজি হিসেবে বেছে নিয়েছে কমিশন। ফের তথ্যপ্রযুক্তি দফতরের ওএসডি করা হয়েছে রাজীব কুমারকে।

প্রসঙ্গত, ভোটের মুখে এভাবে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিসের ডিজি বদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। বিরোধীরা বার বার পুলিস প্রশাসনের দিকে পক্ষপাতদুষ্টতার অভিযোগে সরব হয়েছে। এমনকি কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে আসে, তখনও বিরোধীরা তাদের কাছে রাজীব কুমারকে নিয়ে অভিযোগ জানান। রাজ্য পুলিসের ডিজিকে বদল করে কমিশন কড়া বার্তা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights