সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ নির্বাচনের আদর্শ আচরণ বিধি লাগু হতেই সক্রিয় হল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। সোমবার জারি এক নির্দেশিকায় রাজীব কুমারকে পদ থেকে অপসারণ করা হয়েছে। নির্বাচন কমিশন তার নির্দেশে জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না তিনি।
আরও পড়ুনঃ রাজ্য পুলিশের নতুন ডিজি
যদিও গত ২৯ ডিসেম্বর রাজ্য পুলিশের ডিজি হিসাবে নিয়োগ করা নিয়ে প্রথম থেকেই বিতর্ক বেঁধেছিল সরকারি দলের অন্দরে, বাইরে সরব ছিলেন বিরোধীরা। রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার পরেই তাঁকে সতর্ক করে গিয়েছিলেন নির্বাচন কমিশনার, দাবি সূত্রের।
একই সঙ্গে গুজরাট, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডের স্বরাষ্ট্র সচিবদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। মিজোরাম এবং হিমাচল প্রদেশের প্রশাসনিক সচিবকেও অপসারণ করা হয়েছে।