সংবাদ হাজারদুয়ারী ওয়েবডেস্কঃ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও হ্যাট্রিক যে হচ্ছেই সে ব্যাপারে নিশ্চিত নরেন্দ্র মোদি, অমিত শাহরা। ২০১৪ সালে ইউপিএ-২ সরকারকে সরিয়ে যে গেরুয়া শাসন শুরু হয়েছে ভারতে, তার রেশ থাকবে ২০২৪-এও, সর্বভারতীয় সংবাদ সূত্রে দাবি তাঁদের।
কেন্দ্রীয় মন্ত্রী পরিষদদের বৈঠক বসেছিল রবিবার। দিনভর সেই বৈঠকের লক্ষ্য বাঁধা ছিল ২০৪৭-এ। যার নাম মোদি সরকার দিয়েছে বিকশিত ভারত (Vikshit Bharot 2047)। প্রসঙ্গক্রমে, ওই বছরেই স্বাধীন ভারতের একশো বছর পূর্তি। এদিন সেই বিকশিত ভারত নিয়ে বিভিন্ন ডকুমেন্টশন প্রেজেন্ট করেন কেন্দ্রের সচিব পর্যায়ের আমলারা। ওই বৈঠকেই সিনিয়র আমলাদের উদ্দেশ্য করে মোদি বলেছেন, “নির্বাচনের সময় দেশের ভবিষ্যতের জন্য আপনারা কাজ করবেন। ভাববেন না যে ছুটিতে আছেন। কাজে লেগে পরুন।”
শুধু তাই নয়, কেন্দ্রের তখতে ফেরার ব্যাপারে মোদি, শাহ-রা এতটাই নিশ্চিত যে আগামী পাঁচ বছর বিজেপি সরকার কী করতে চাইছে সেই অ্যাকশন প্লানও ঠিক হয়েছে ওই বৈঠকে। সংবাদ সূত্রের দাবি, দেশকে দারিদ্র শূন্য করা, যুবকদের দক্ষতা বৃদ্ধির কথা সেই পরিকল্পনায় আছে। অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নতি, সামাজিক পরিকাঠামো সহ নানা দিক থেকে কীভাবে দেশের উন্নতি হবে তা নিয়েও সার্বিক আলোচনা হয়েছে বৈঠকে।
ফোকাস হারাবেন না, বিতর্কে জড়াবেন না, আমরা ফের জিতে এসে একসঙ্গে মিলিত হব
একইসঙ্গে লোকসভা ভোটে তাঁর মন্ত্রীদের দলের পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়বার নির্দেশ দিয়েছেন। বলেছেন, “ফোকাস হারাবেন না, বিতর্কে জড়াবেন না, আমরা ফের জিতে এসে একসঙ্গে মিলিত হব।”