বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ জাতীয় স্তরে সারা রাজ্যের মধ্যে সেরা সমবায়ের স্বীকৃতি পেল Murshidabad Police Co-operative credit Society. লক্ষ স্থির রেখে গুটি গুটি পায়ে এগিয়ে আজ কর্মরত থেকে অবসরপ্রাপ্ত সকল পুলিশ কর্মীদের ভরসার ঠিকানা হয়েছে ২৬ বছরের এই সমবায়। তারই স্বীকৃতি এই NCDC ( National Co-operative Development Corporation) অ্যাওয়ার্ড।
মুর্শিদাবাদ জেলায় প্রায় বারোশো সমবায় সমিতি আছে। তারমধ্যে অধিকাংশই বেহাল। জেলায় এমন যখন সমবায় মানচিত্র তখন পুলিশ সমবায়ের এই জাতীয় পুরস্কার নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে বলেই দাবি অভিজ্ঞ মহলের।

১৯৯৮ সালে তৎকালীন রাজ্যের তথ্য ও সম্প্রচার মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য Murshidabad District Police Personal and Family Welfare co-operative credit society Ltd এর উদ্বোধন করেন। তবে সমবায় তৈরির সলতেটা পাকিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন পুলিশ সুপার সৌমেন মিত্র। ১৯৯৪ সালে জেলায় যখন অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে এসেছিলেন সেই সময় এই সমবায়ের রেজিস্ট্রেশন হয়। বদলি হয়ে অন্য জেলায় চলে যাওয়ায় সেই কাজ থমকে যায়। ১৯৯৮ সালে তিনি পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে ফের জেলায় এলে পুরনো উদ্যোমে শুরু হয় সমিতির ঘর বারান্দা তৈরি থেকে সদস্য গ্রহণের কাজ।
বর্তমানে মুর্শিদাবাদের দুই পুলিশ জেলা মিলিয়ে প্রায় পাঁচ হাজার স্থায়ী কর্মী এই সমিতির সদস্য। তাছাড়াও এই জেলার সিভিক ভলান্টেয়ারদের এই সমবায়ের সদস্য করে তাদের বিপদে আপদে ঋণ পাওয়ার ব্যবস্থা চালু করেছিলেন আর এক প্রাক্তন পুলিশ সুপার মুকেশ কুমার। তার ফলে সিভিক ভলান্টিয়াররা এই ব্যঙ্ক থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ পান। সমিতি সূত্রে জানা যায়, তাদের সদস্য সংখ্যাও প্রায় তিন হাজারের কাছাকাছি।

ঋণের বিনিময়ে মাত্র দেড় শতাংশ লাভ থেকে আজকের এই সমবায়ের আমানত দাঁড়িয়েছে ৬৫ কোটি টাকায়। সমিতি তার আয় থেকে যেমন দুশো জন পুলিশ কর্মী থাকার মতো ব্যারাক তৈরি করতে পেরেছে তেমনি মহিলা পুলিশ কর্মী নিয়ে তৈরি উইনার্স টিমের জন্য ১৯টি স্কুটির দাম দিয়েছে। পুলিশ লাইনে ধোঁয়াহীন জেনারেটরও সমিতির আয়েই কেনা হয়েছে। সমবায় তৈরির প্রথম দিন থেকেই যুক্ত আছেন মীর মহম্মদ সামিম। কনস্টবল থেকে সাব-ইন্সপেক্টর পদে এখানে পদোন্নতি হয়েছে তাঁরও। এদিন সামিম বলেন, “ঊর্ধতন আধিকারিক,পরামর্শদাতারা যখন যেমন পরামর্শ দিয়েছেন ব্যঙ্ক ও সদস্য উভয়ের উন্নতির কথা মাথায় রেখে চলেছে এই সমিতি। তারই স্বীকৃতি বোধহয় এই পুরস্কার।” মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, ” ভালভাবে ব্যঙ্ক পরিচালনা করার জন্য মুর্শিদাবাদ পুলিশ কো-অপারেটিভ এই পুরস্কার পাওয়া একটি সুখবর।” আগামী ৫ মার্চ সল্টলেকের আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় ভবনে এই পুরস্কার তুলে দেওয়া হবে সমিতির হাতে।