Sheikh Shajahan বুধবার রাতেই পুলিশের জালে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ঘটনার প্রায় মাস দুয়েকের মাথায় গ্রেফতার সন্দেশখালি কান্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান ( Sheikh Shajahan)। ADG South Bengal সুপ্রতীম সরকার বৃহস্পতিবার সকাল নটায় সাংবাদিক সম্মেলন করে এই সরকারিভাবে এই গ্রেফতারির খবর দেন। তিনি বলেন, ” মিনাখাঁ থানার বামনপুকুর থেকে শাহজাহানকে ( Sheikh Shajahan) গ্রেপ্তার করা হয়েছে।” প্রসঙ্গত, ৫ জানুয়ারি, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয় ইডি (ED)। আজ বেলা ১২টার পর আদালতে তোলা হবে ধৃতকে। আপাতত বসিরহাট আদালতের কোর্ট লকআপে তাঁকে রাখা হয়েছে। রাজ্য পুলিশ ও Rapid Action Force- এর বিরাট পুলিশ বাহিনী ঘিরে রাখা হয়েছে আদালত চত্বর।

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহাজানকে ( Sheikh Shajahan) গ্রেপ্তার করতে পুলিশের কোনও বাধা নেই বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি গত বুধবার আদালতের অবস্থান পরিস্কার করেন। সেদিনই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন সাত দিনের মধ্যে শাহাজাহান গ্রেফতার হবে। সেই সময়কালের মধ্যেই পুলিশ শাহাজানকে গ্রেফতার করা হল বলে দাবি শাসকদলের নেতাদের। যদিও বিরোধীরা সরকার ও পুলিশের সমালোচনায় মুখর।

তবে এদিন এডিজি দাবি করেন, “আইনি বাধা থাকায় শেখ শাহজাহানকে গ্রেফতার করা যায় নি।” একই সঙ্গে রাজ্য পুলিশের এই শীর্ষ কর্তা ইডি কেন গ্রেফতার করেনি বলেও প্রশ্ন তোলেন ওই সাংবাদিক সম্মেলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights