Train Accident-এ ঝাড়খন্ডে দু’জনের মৃত্যুর দাবি রেলের

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ গুজব রটেছিল অঙ্গ এক্সপ্রেসে আগুন লেগেছে। সেই কথা শুনে ওই ট্রেনের এক যাত্রী চেন টেনে ট্রেন থামিয়ে দেন জামতারার কাছে। আগুনের হাত থেকে রক্ষা পেতে অনেকেই ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়েন। সেই সময় পাশের লাইনে চলে আসে একটি প্যাসেঞ্জার ট্রেন। স্থানীয় প্রশাসনের দাবি, ট্রেনের ধাক্কায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার হয়েছে দু’জনের

পূর্ব রেলের দাবি, বুধবার রাতে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বিদ্যাসাগর ও কাশিটার স্টেশনের মাঝে ট্রেন দুর্ঘটনাটি ঘটে। লোকাল ট্রেনের ধাক্কায় দু’জন যাত্রীর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পরপরই জামাতাড়ার কালাঝরিয়া স্টেশনের দুর্ঘটনাস্থলে চিকিৎসক দল পৌঁছে গিয়েছে বলে জানান জেলাশাসক। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন ” ১২ জন যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে যে দাবি করা হচ্ছে, সেটাও ভিত্তিহীন। মেমু ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। আর তাঁরা কেউ যাত্রী নন। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।”

জামতাড়ার মহকুমা শাসক অনন্ত কুমার বলেছেন, ‘কালাঝরিয়া স্টেশনের কাছে ট্রেনটি দাঁড়িয়ে গিয়েছিল। কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমেছিলেন। তাঁদের ধাক্কা মারে অপর একটি লোকাল ট্রেন। কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জেলা পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখনও পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।’

Feature photo: Collected

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights