
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ গত বছর জাতীয় স্তরে সারা রাজ্যের মধ্যে সেরা সমবায়ের স্বীকৃতি পেয়েছিল Murshidabad District Police personnel and family welfare Co-operative credit Society Limited. সেই সমবায় ব্যাঙ্কের লাভের কড়ি এবার কোটি ছুঁয়েছে। সমবায় সমিতির মুর্শিদাবাদ জেলা আধিকারিক (DRCS) মানব বন্দ্যোপাধ্যায় বলেন, ” এই ব্যাঙ্ক অন্যদের কাছে নিঃসন্দেহে দৃষ্টান্ত তৈরি করেছে।”
Murshidabad District Police personnel and family welfare Co-operative credit Society Limited-এর ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর মীর মহম্মদ শামিম বলেন, “গত অর্থবর্ষে ব্যাঙ্কের লাভের অঙ্ক ছিল ৮০ লক্ষ ৫৮ হাজার ৩৮৪ টাকা। এবার লাভের অঙ্ক ছুঁয়েছে এক কোটি ১৫ লক্ষ ৩২ হাজার ৮১২ টাকা।” ডিআরসিএস বলছেন “পুলিশ সমবায় একটি শৃঙ্খলা মেনে চলে বলেই এই লাভ অর্জন করা সম্ভব হয়েছে।”
কাদের জন্য এই সমবায় ব্যাঙ্ক তৈরি হয়েছিল? পুলিশ কর্মীদের জন্য এই সমবায় তৈরি হয়েছিল তৎকালীন পুলিশ সুপার সৌমেন মিত্রের উদ্যোগে। চলতি বছর এই সমবায় ব্যাঙ্কের সদস্যদের জন্য ‘উৎসব লোন’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ। ব্যাঙ্কের ৩০ তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শামিম। সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত এই ঋণ নেওয়া যাবে। সাধারণ ঋণের মতো ‘উৎসব লোন’ এও সুদের হার ৭.৫০ শতাংশ। যা দশ মাসে সুদ সহ শোধ করার সুযোগ পাবেন কর্মীরা। যে কোনও বাণিজ্যিক ব্যাঙ্কের তুলনায় এই ব্যাঙ্কে সুদের হারও কম বলে দাবি করেন ওই আধিকারিক। সিভিক ভলান্টিয়াররাও এই সুবিধা পাবেন। জেলার এক প্রাক্তন পুলিশ সুপার মুকেশ কুমার এই জেলার সিভিক ভলান্টেয়ারদের এই সমবায়ের সদস্য করে তাদের বিপদে আপদে ঋণ পাওয়ার ব্যবস্থা চালু করেছিলেন।
ঋণ ছাড়াও এই ব্যঙ্কের সদস্যরা স্থায়ী আমানতও খুলতে পারেন। সেক্ষেত্রে অন্য ব্যাঙ্কের তুলনায় এখানে সুদের হার বেশি। সাধারণের জন্য ৬.৫০ শতাংশ। বরিষ্ঠ পুলিশ কর্মীরা এই ব্যাঙ্কে স্থায়ী আমানতে বা মাসিক সুদ প্রকল্পে টাকা জমা রাখলে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন বলে জানান শামিম।
সাড়ে ছ’ লক্ষ টাকা ব্যায়ে আধুনিক গার্ড রেল কিনেছে মুর্শিদাবাদ পুলিশ। তাও সেই সমবায় ব্যাঙ্কের লভ্যাংশ থেকে।
ডিআরসিএস বলেন, ” সমবায় মানুষের সুবিধার জন্য তৈরি হয়। এই ব্যাঙ্ক সেই কাজটাই করে। নিজেদের সদস্যদের স্বার্থে তাদের সুবিধার জন্য নানারকম সিদ্ধান্ত নেয়। আর তা কখনও আইন ভেঙে হয় না। ” এই সমবায় ব্যাঙ্ক তার লভ্যাংশ বাহিনীর উন্নয়নমূলক কাজে খরচ করে। সাইবার ক্রাইম থানাকে নতুনভাবে সাজিয়ে তুলতে গত আর্থিক বছরে প্রায় ছ’লক্ষ টাকা খরচ করা হয়েছে। পুলিশ কর্মীদের বারাক তৈরিতেও প্রায় চার লক্ষ টাকা খরচ করা হয়েছে। সাড়ে ছ’ লক্ষ টাকা ব্যায়ে আধুনিক গার্ড রেল কিনেছে মুর্শিদাবাদ পুলিশ। তাও সেই সমবায় ব্যাঙ্কের লভ্যাংশ থেকে।

জেলার প্রথম কংগ্রেস সভাপতি ব্রজভুষণ গুপ্তের জন্মগ্রাম বানিয়াখালি সমবায় সমিতিও এগিয়ে যাচ্ছে নিজের গতিতে। জেলা সমবায় আধিকারিকের দফতর সূত্রে জানা যায়, জেলায় অনেকদিনের পুরনো ডোমকলের হরেরামপুর বানিয়াখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতিও তাদের কাজের মধ্য দিয়ে সুনাম অর্জন করেছে জেলায়। মানব বাবু বলেন, “কোনও রকম সরকারি সহায়তা ব্যতীত, নিজস্ব ব্যবসা থেকে প্রাপ্ত লাভের থেকে ৩৩ লক্ষ টাকা খরচ করে জমি কিনে দোতলা অফিস বাড়ি তৈরি করেছে এই সমবায়। এদের জমা অর্থের পরিমাণ দশ কোটি টাকা।” সেখানে তৈরি হয়েছে আধুনিক পরিষেবা দেওয়ার সুবিধাযুক্ত ব্যাঙ্কিং কাউন্টার। আন্তর্জাতিক সমবায় বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে চলতি মাসের ৯ তারিখ এই কার্যালয়ের উদ্বোধন হয়। মানুষকে ভরসা দিতে পারায় এই সমবায় লাভের মুখ দেখতে পেরেছে বলে মনে করেন সমবায় সমিতির মুর্শিদাবাদ জেলা আধিকারিক (DRCS)।
সমবায় সমিতির প্রসঙ্গ এলেই শুধুই চাপা পড়ে যাওয়ার গল্প ছড়িয়ে যায় এক কান থেকে দশ কানে। সমিতি মানেই শুধু আর্থিক কেলেঙ্কারি। সেই অন্ধকারে আলো দেখাচ্ছে এই দুই সমবায়।
Since the very beginning of its formation,my husband was one of the members in MPCCS..Its really appreciable for the hassle -free transaction in Murshidabad Police Co -opretive credit Society and i must thank Our very own Samim Da for his contribution in its huge success.I would like to suggest for net banking and credit card to be available as soon as possible.
Net banking required with credit card