সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ এনকাউন্টার আর বুলডোজার, এই শব্দ দুটি প্রায় সমার্থক হয়ে উঠেছে বিজেপি সরকারের। ফের তার প্রমাণ মিলল। এবার মহারাষ্ট্র। নাবালিকার শ্লীলতাহানি কান্ডে অগস্টের ১৭ তারিখ থানে থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। বছর ২৩ এর ওই ব্যক্তির নাম অক্ষয় শিন্ডে। সে বদলাপুর জেলেই এতদিন বন্দি ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, অক্ষয়ের প্রথম স্ত্রী’র ২০২২ সালের এক অভিযোগের সম্প্রতি তদন্ত শুরু হয়। সেই তদন্তের স্বার্থে বদলাপুর থেকে তালজা জেলে নিয়ে যাওয়া হচ্ছিল অভিযুক্তকে। মাঝ রাস্তায় অভিযুক্ত শিন্ডে পুলিশের সার্ভিস রিভলবার ছিনিয়ে পালাবার চেষ্টা করে। এমনকি সেই রিভলবার থেকে তিন রাউন্ড গুলিও সে খরচ করে পুলিশকে মারতে। একজন পুলিশ আহতও হয়। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই শিন্ডের মৃত্যু হয় বলে পুলিশের দাবি।
যদিও রাজ্যের বিরোধী কংগ্রেস শিবির এই ঘটনাকে পুলিশের সাজানো ঘটনা বলে দাবি করে। তাদের অভিযোগ, নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে প্রথমে গ্রেফতার করতে পুলিশ টালবাহানা করেছিল। সাধারণ মানুষের চাপে পড়ে পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হয়। মুখ রাখতে বিজেপি দলের নীতি মেনেই একনাথ শিন্ডে এনকাউন্টারে অভিযুক্তকে মেরে ফেলেছে।
প্রসঙ্গত, বাংলায় আরজিকর হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণ কান্ডে যখন গোটা দেশ উত্তাল সেই সময় গত ১৩ অগস্ট স্থানীয় একটি স্কুলের শৌচালয়ে বছর চারেকের এক নাবালিকাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ ওঠে মৃতের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে ১৭ অগস্ট পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।