সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ প্রথম দফার নির্বাচন পর্বে বাংলায় রয়েছে উত্তরের তিন জেলা। উনিশে এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট। সেই ভোটে রাষ্ট্রপতি পদক পাওয়া আইপিএসকে রাজ্যে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। অন্ধ্রপ্রদেশের সিনিয়র আইপিএস কুমার বিশ্বজিৎকে পাঠানো হচ্ছে কোচবিহার জেলয়ইয়।আর এক আইপিএস পুনিত রাস্তোগিকে আলিপুরদুয়ারে পাঠানো হচ্ছে। এই আইপিএস বর্তমানে বিএসএফের আইজি পদে আছেন। একইভাবে হরিয়ানা ক্যাডারের আইপিএস চাক্কিরালা সম্ভাশিব রাওকে।
একইসঙ্গে তিনজন জেনারেল অবজারভারকেও ওই ভোটে রাজ্যে পাঠাচ্ছে কমিশন। রাজস্থান, কর্ণাটক, ওড়িশা ক্যাডারের তিন আইএএস অফিসারকে উত্তরবঙ্গের ভোটের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। তাঁরা হলেন কোচবিহারের জন্য রবি কুমার শুরপুর, আলিপুরদুয়ারের জন্য পাতিল শিবনাগর জলপাইগুড়ি জন্য সুধাংশ মোহন শ্যামল।
ইতিমধ্যে দিনহাটায় তৃণমূল ও বিজেপি নেতৃত্বের মধ্যে সংঘর্ষ ঘটেছে তা নজর অ্যারাইনে কমিশনের সামনেই লোকসভা ভোটে কোনরকম হিংসা যাতে না হয় তাই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার পাশাপাশি বোরখা অফিসারদের ভোটের কাজে লাগাতে চাইছে কমিশন দাবি সূত্রের