নতুন চার জেলাশাসক ঠিক করে দিল কমিশন

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বাংলার চার জেলাশাসককে বৃহস্পতিবার সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন। শুক্রবার নতুন চারজন আইএএসকে বেছে দায়িত্ব দেওয়া হল।

কমিশনের নির্দেশে পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হলেন যোশী দাশগুপ্ত। ঝাড়গ্রাম জেলার দায়িত্বে এলেন মৌমিতা গোদারা বসু। পূর্ব বর্ধমানের জেলাশাসক করা হল কে রাধিকা আইয়ারকে। বীরভূমের দায়িত্বে এলেন শশাঙ্ক শেঠি।

পূর্ব বর্ধমানের জেলাশাসকের দায়িত্বে ছিলেন বিধান রায়। বীরভূমের জেলাশাসক ছিলেন পূুর্ণেন্দু মাজি। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ছিলেন তনভির আফজল। ঝাড়গ্রাম জেলার জেলার জেলাশসাক ছিলেন সুনীল আগরওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights