TMC-এর ‘জনগর্জন’ সভায় আসার ট্রেন বাতিলের অভিযোগ

Social Share

সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ তৃণমূলের ব্রিগেড জনসভায় কর্মীদের আসার জন্য বিশেষ ট্রেন বুক করা হয়েছিল। কিন্তু সেই ট্রেন বাতিল হয়েছে বলে দাবি করলেন তৃণমূলের দুই নেতা শশী পাঁজা ও ব্রাত্য বসু। সোমবার রাতে এই দুই নেতা দাবি করেন, ” তৃণমূলের সভা নিয়ে ভয় পেয়েছে বিজেপি।” তাঁদের আরও দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah কলকাতায় সভা করতে চাইলে, সেক্ষেত্রে বিশেষ ট্রেন, বাস সবকিছুর ব্যবস্থা করা যায়, কিন্তু হকের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সাধারণ মানুষ ব্রিগেড সমাবেশে যোগ দিতে চাইলে, অগ্রিম বুকিং-এর টাকা নিয়েও বন্ধ করে দেওয়া হয় বিশেষ ট্রেন। শশী বলেন, “এটা মানুষের দাবি একে থামানো যাবে না। আরও দ্বিগুণ-তিন গুণ মানুষ ওই সভায় আসবেন।” ব্রাত্য বলেন, ” তৃণমূল কংগ্রেসকে ভয় পায় বিজেপি, বাঙালিকে ভয় পায় বিজেপি। তাদেরকে আটকাতে চায়।

চলতি মাসের দশ তারিখ ব্রিগেডে বিরাট জনসভার ডাক দিয়েছে তৃণমূল। রাজ্যের ২৩টি জেলা থেকে ওই সভায় কর্মীদের আসার ব্যবস্থা করেছে দল। সেইমতো জেলায় জেলায় বাস মালিকদের সঙ্গে যেমন কথা হচ্ছে তেমনি ট্রেনের আসন সংরক্ষণের জন্য আগাম টিকিট বুকিং শুরু হয়েছে কোথাও কোথাও। কিন্তু আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ পর্যন্ত আর জলপাইগুড়ি থেকে শিয়ালদাহ পর্যন্ত দুটি বিশেষ ট্রেনের আপ ডাউনের আসন বুক করা হয়েছিল দলের পক্ষ থেকে।

আট তারিখ ট্রেনে উঠে পরের দিন শিয়ালদহে পৌঁছবেন। দশ তারিখ সভা করে ফিরে যাবেন। আইআরসিটিকে ২৯ ফ্রেব্রুয়ারি চিঠি লিখে দুটি বিশেষ ট্রেনের কথা জানানো হয়েছিল বলে দাবি তৃণমূলের। প্রয়োজনীয় ২২ লক্ষ টাকাও দেওয়া হয়েছিল কিন্তু চলতি মাসের ২ তারিখ সেই ট্রেন দেওয়া যাবে না বলে রেল জানিয়ে দেয়। ফের আর একবার অনুরোধ করা হলেও সেই অনুরোধ রাখে নি তারা, দাবি শশীদের। সেই ট্রেন দুটি ‘বিজেপির চাপে’ রেল বাতিল করেছে বলে অভিযোগ তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights