খড়গ্রামে গুলিবিদ্ধ দুই, আহত একাধিক

Social Share

সংবাদপ্রতিনিধি, খড়গ্রামঃ একটি কমন রাস্তাকে কেন্দ্র করে দু’পক্ষের বিবাদ গড়াল গোলা গুলিতে।মুর্শিদাবাদের খড়গ্রামে ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ছ’টা নাগাদ। গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে প্রথমে খড়গ্রাম ব্লক হাসপাতালে ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। খড়গ্রাম পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা আহাদ শেখের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল সারুল শেখের। দু’জনের তৃণমূলে সক্রিয় কর্মী।

এদিনও ওই দুই পরিবারের মাঝখানের একটি কমন রাস্তাকে কেন্দ্র করে বচসা থেকে হাতাহাতিতে পৌঁছয়। পুলিশ জানায়, প্রথমে এক পক্ষ বাঁশ নিয়ে মারামারি করতে এলে অপর পক্ষ গুলি চালিয়ে দেয়। দুপক্ষের মারামারিতে আহত হয়েছে আরও ছ’ন।

এদিকে লোকসভা নির্বাচনের আবহে গ্রামে গুলি চালানোর ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যে পক্ষ গুলি চালিয়েছে তাদের কাছে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে? তা যদি বেআইনি হয় তাহলে তার কারবারি কি গ্রামেই লুকিয়ে। তবে ঘটনার জেরে এলাকা থমথমে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights