দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ এনআইএ-র মত একটি জাতীয় স্তরের সংস্থাকে লোকসভা নির্বাচনের আগে অপব্যবহার করছে বিজেপি, এই অভিযোগ তুলে দিল্লিতে কমিশনের অফিসের সামনে ধর্ণায় বসেছিল তৃণমূল। ধর্ণা সরাতে সেখানেই দিল্লি পুলিশ দোলা সেন সহ দশজন তৃণমূল প্রতিনিধিদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। সেই ঘটনার নালিশ করতে সোমবার রাত নটা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈঠক থেকে বেড়িয়ে লম্বা সাংবাদিক সম্মেলন করেন। সেই সময় এই ঘটনার উল্লেখ করে ডায়মন্ডহারবারের বিদায়ী সাংসদ বলেন, মানুষের হয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে গিয়ে হেনস্থা হতে হয়েছে দলের নেতা-নেত্রীদের। আর এই ঘটনাকে তিনি ‘দিনের আলয় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে’ বলে ব্যখা করেন। আর তার দায় নির্বাচন কমিশনের বলেও অভিযোগ করেন।

একই সঙ্গে এদিন ভূপতিনগরে এনআইএ তদন্ত সহ একাধিক দাবিতে নির্বাচন কমিশনকে নজিরবিহীন আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, “আমি এই ঘটনার জন্য বিজেপিকে দোষ দেব না। কারণ এখন দেশের ভার রয়েছে কমিশনের ওপর।” সেই কমিশন বিজেপি’র কাছে বিক্রি হয়ে গিয়েছে বলে দাবি করেন অভিষেক। সঙ্গে যোগ করেন, “বিজেপি এবার বাংলায় একুশের থেকেও কম ভোট পাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights