সমালোচকদের জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ফের একবার কভারের পাশ দিয়ে স্ট্রেট ড্রাইভ মারলেন বাংলার মহারাজ। খোলসা করলেন কোচ নিয়ে তাঁর ফেসবুক পোস্টের সারাংশ কী? দিন কয়েক ধরে ভারতীয় ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে রাহুল দ্রাবিড়ের পর জাতীয় ক্রিকেট দলের কোচ কে? ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারিভাবে না জানালেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে গৌতম গম্ভীরের নাম।

একটি টি-২০ ক্রিকেট ক্লাবের কোচ হওয়া আর জাতীয় কোচ হওয়া এক জিনিস ? এই প্রশ্নে দ্বিখন্ডিত ডিজিটাল দুনিয়া। বলাই বাহুল্য এক পক্ষ গম্ভীরের অন্য পক্ষ তার বিরোধী। এমন সময় সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার পোস্ট করেন “কারও জীবনে কোচের গুরুত্ব অপরিসীম। তাঁর পথপ্রদর্শন, লাগাতার অনুশীলন কারও ভবিষ্যৎ গড়ে দেয় মাঠে ও মাঠের বাইরেও। সেই কারণেই কোচ ও প্রতিষ্ঠান অনেক ভেবেচিন্তে নির্বাচন করবেন।” অনেকেই ধরে নিয়েছিলেন সৌরভ হয়ত গম্ভীরের বিরুদ্ধে তাঁর মত জানিয়েছেন। আর ভারতের প্রাক্তন অধিনায়কের সেই পোস্ট একপ্রকার ভাইরাল হয়। মহারাজাকেও সমালোচনার মুখে পড়তে হয়। 

বৃহস্পতিবারের পোস্ট

সে সব কাটিয়ে শুক্রবার সকালে ফের নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সৌরভ জানিয়ে দিলেন আসল ঘটনা কী? বেঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বিজ্ঞাপন হিসেবে তিনি শুক্রবার একটি পোস্ট করেছেন তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়া আক্যাউন্টে। ওই কলেজের কোচ হওয়ার কথাই সেই বার্তাই দিয়েছেন বাংলার মহারাজ। সেই কারণেই যে বৃহস্পতিবার তিনি ওই পোস্ট করেছিলেন সে কথা না লিখলেও তা যে বিজ্ঞাপনী প্রচার ছাড়া অন্য কিছু নয় তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় কারও।

শুক্রবার সকালের পোস্ট

আরও পড়ুনঃ বিক্রি হয়ে গেল ‘এই সময়’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights