অসম নয়, বাংলা পুলিশের হেফাজতেই তারিকুল

Social Share
সার্ভিস রিভলভার বাইরে রেখে সংশোধনাগারে ঢুকছে অসম পুলিশ। ভিডিও চিত্র।

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত তারিকুল ইসলাম ওরফে সুমনকে অসম নয়, বাংলার পুলিশের হেফাজতেই পাঠাল বহরমপুরের সিজিএম আদালত। আগামী সাতদিন পুলিশ হেফাজতে থাকবে তারিকুল। চলতি মাসের ১৩ তারিখ ফের তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত।

তারিকুলকে নিজেদের হেফাজতে নিতে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে সোমবার অসম এস টিএফের আধিকারিকেরা। বহরমপুর সংশোধনাগারেই বন্দি আছেন বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত তারিকুল ইসলাম ওরফে সুমন। যদিও সেখানে পৌঁছে তাঁরা শোনেন তারিকুলকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতের দ্বারস্থ হয় আসাম পুলিশের কর্তারা। একইসময় বেঙ্গল এসটিএফের পক্ষ থেকেও হেফাজতের আবেদন জানান হয়। সরকারি আইনজীবি বিশ্বাপতি সরকার বলেন, “রাজ্য পুলিশের এসটিএফ তারিকুলকে সাত দিনের জন্য হেফাজত চেয়ে আবেদন করেছিল। বিচারক সমস্ত কিছু বিবেচনা করে সেই আবেদন মঞ্জুর করেন।”

সম্প্রতি অসম পুলিশের র‍্যাডারে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গিসংগঠন এবিটি বা আনসারুল্লা বাংলা টিমের সদস্যদের খোঁজ মেলে। ১২ জনকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ। সেই সূত্রে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকেও দুই জঙ্গীর খোঁজ পায় তারা। একই সঙ্গে কেরল থেকেও এবিটির এক সদস্যকে পাকড়াও করে অসম পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে জেএমবি বা জামাত উল মুজাহিদীনের সদস্য তারিকুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ধৃতদের। তারা ভারতে নাশকতার ছক কষেছিল বলেও পুলিশ জানতে পেরেছে। সেই সূত্রেই জেলবন্দি তারিকুলকে জিজ্ঞাসাবাদ করতে বহরমপুরে এসেছিলে অসম পুলিশের দলটি। সূত্রের দাবি, বহরমপুর, প্রেসিডেন্সি ও বারুইপুর জেলে জেএমবি সন্দেহে ৪০ জন বন্দি আছে। তারিকুল তাদেরই একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights