সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ রানিনগরে ভোট পরবর্তী হিংসার ঘটনায় পুলিশি নিঃস্ক্রিয়তার অভিযোগ তুলেছিল কংগ্রেস। পরবর্তীতে যা গড়ায় কলকাতা হাইকোর্টে। বুধবার সেই মামলার শুনানি শেষে ঘটনার তদন্তভার সরাসরি মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। একইসঙ্গে ঘটনার জেরে ঘরছাড়াদের ঘরে ফেরা নিঃশ্চিত করার দায়িত্বও তাঁকে দিয়েছেন বিচারপতি।
আদালত সূত্রে জানা যায়, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফকির রানিনগরে ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, জুন মাসের চার তারিখ লোকসভা ভোটের ফল ঘোষণার পর রানিনগর বিধানসভা এলাকার মানুষজন যাঁরা শাসকদলের বিরুদ্ধে ভোটে মত দান করেছেন তাঁদেরকে শাসকদল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা শাসাচ্ছে। তাদের হুমকির জেরে বহু মানুষ আজও বাড়ি ছাড়া।
অথচ রানিনগর ও ইসলামপুর থানায় অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ পত্র ছিঁড়ে ফেলে দেন দুই থানারই ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। প্রভাবশালী অভিযুক্ত হওয়ায় তাঁদের সঙ্গে পুলিশ আধিকারিকদের ভাল সম্পর্কের কথা জানিয়ে আবেদনকারি আদালতকে জানান, প্রকাশ্যে ওই দুষ্কৃতীরা উন্মুক্ত আগ্নেয়াস্ত্র নিয়ে থানা এলাকায় ঘোরাঘুরি করলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নিচ্ছে না।
হাইকোর্টে কংগ্রেসের আইনজীবী নেতা রবিউল ইসলাম বলেন, শুধু হুমকি বা বাড়ি ছাড়া করেই থামেনি শাসকদলের গুন্ডারা। তারা বাড়ি আক্রমণ করে ভোটারদের মারধর করেছে। মহিলাদের ওপর নির্যাতন করা হয়েছে। তা সত্বেও পুলিশ কিছু অভিযোগ গ্রহণ করেছে, কিছু অভিযোগ গ্রহণ করেইনি। যে অভিযোগ গ্রহণ করেছে তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি এমনকি এফআইআরও সঠিক সময়ে রেজিস্টার হয়নি।
সরকারি আইনজীবি দুটি থানার দুটি এফআইআর কপি আদালতকে দেখিয়ে বুধবার পুলিশের সক্রিয়তা প্রমাণের চেষ্টা করলেও আদালত তা মান্যতা দেয়নি বলেই দাবি রবিউলের। তিনি বলেন, বিচারপতি সিনহা উষ্মা প্রকাশ করে বলেন, চার তারিখের ঘটনায় কেন ২৪ তারিখ এফআইআর হয়েছে? তার সদুত্তর সরকারি আইনজীবি দিতে পারেননি। মামলা হওয়ার পর এফআইআর করেছে পুলিশ। শুনানি শেষে বিচারপতি বলেন, “ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে দিয়ে প্রত্যেকটি অভিযোগের সঠিক তদন্ত করাতে হবে ও ঘরছাড়াদের নিঃশর্তে ঘরে ফেরা নিশ্চিত করতে পুলিস সুপারকে নির্দেশ দেওয়া হচ্ছে।” মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই। ওইদিন পুলিশ সুপারকে এই সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট হাইকোর্টকে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।