সিলিন্ডার থেকে গ্যাস লিক, পুড়ল বাড়ি ধুলিয়ানে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ চা করতে গিয়ে অসতর্কতার জেরে বিপত্তি। সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে আগুন ধরে যায় জাহাঙ্গীর হোসেনের বাড়িতে। মুহূর্তে আগুন ছড়িয়ে পরে সারা বাড়িতে। ভস্মীভূত হয়ে যায় বাড়ির কাঠের দরজা, জানালা সহ আসবাবপত্র। আগুন দেখে ছুটে আসেন স্থানীয় মানুষজন। মেঘলা আবহাওয়া সঙ্গে বৃষ্টি হওয়ায় আগুন চারপাশে তেমন ছড়িয়ে যায়নি। স্থানীয়দের চেষ্টাতে আগুন নিভে যায়। যদিও খবর পেয়ে ছুটে আসে ফায়ার ব্রিগেড, পুলিশও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শমসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ধুলিয়ানে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের বাড়ি ধুলিয়ান পুরসভার এক নম্বর ওয়ার্ডে। আগুনে পুড়ে যায় তাঁর বাড়ির টিনের ছাউনি, ঘরের আসবাবপত্র, জামাকাপড়, প্রয়োজনীয় কাগজপত্র। আগুনে হাত পুড়ে আহত হন জাহাঙ্গীরের স্ত্রী ছবি খাতুন, কনুইয়ের নিচে আগুনের ছ্যাঁকা লেগে আহত হয় তাঁদের তিন বছরের শিশুপুত্র ফয়জল। স্থানীয় হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে যান বিধায়ক আমিরুল ইসলাম। ফেসবুক সৌজন্যে প্রাপ্ত ছবি

বিধায়ক বলেন, “খুব বেশি আহত কেউ হননি। তবে আসবাবপত্র সহ বাড়ির ব্যপক ক্ষতি হয়। সাময়িকভাবে ওই পরিবারকে কিছু সাহায্য করা হয়েছে।” সরকারিভাবে কী সাহায্য করা যায় ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে, তাও দেখছেন জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights