উচ্চমাধ্যমিকে সুনামের তালিকায় মুর্শিদাবাদের স্বল্প পরিচিত স্কুলও

Social Share

সংবাদপ্রতিনিধি, বহরমপুরঃ মাধ্যমিকেও ভাল ফল হয়েছিল। কিন্তু উচ্চমাধ্যমিকে গোয়ালজান রেফিউজি হাইস্কুলের ছাত্র কৌশিক ঘোষের ফল হয়েছে আকাশ ছোঁয়া। কৌশিকের কথায় “আমি জানতাম প্রথম দশে থাকব। ফল আরও ভাল হতে পারত।” উচ্চমাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৯। ৯৭.৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় কৌশিকের স্থান অষ্টম। আর জেলায় প্রথম।

গোয়ালজান রেফিউজি হাইস্কুল ভাগীরথীর ওপারের স্কুল। এপারেও তার নামডাক তেমন নেই। সেই স্কুলের নাম জানল রাজ্য, কৌশিকের সৌজন্যে। স্কুলের প্রধান শিক্ষক মণিবাবু বললেন, ” কৌশিকের ভেতরে একটা জেদ ছিল। পড়াশোনায় আগ্রহ ছিল। যেখানে অসুবিধা হত সেখানেই জিজ্ঞাসা করে নিত।”

আর কৌশিকের জেদের হাত ধরেই এবছর ঘুচল মুর্শিদাবাদ জেলায় মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় স্থান না পাওয়ার বেদনা। যা তীব্র দহন শেষে এক পশলা বৃষ্টির মত এনে দিল স্বস্তিও।

শুধু কৌশিকের গোয়ালজান রেফিউজি হাইস্কুল কেন? জেলার প্রথম দশজনের মেধা তালিকায় রয়েছে বেশ কিছু কম পরিচিত স্কুলের পড়ুয়াদের নামও।

শুনুন কৌশিকের কথাঃ www.youtube.com/@sangbadhazarduari

কৌশিকের পরে জেলায় সর্বোচ্চ নম্বর পেয়েছে ঔরঙ্গাবাদ হাইস্কুলের দুই ছাত্র জামাল সব্জি ও ওয়াসিম ফারিদ। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৩। ডোমকল ভবতরণ হাইস্কুলের ছাত্র মেমোরি মিম জামান ও একই নম্বর পেয়ে জেলায় দ্বিতীয় হয়েছে।

গোরাবাজার শিল্প মন্দির হাইস্কুলের আদৃতা দাস বিশ্বাস ও সৈদাবাদ মণীন্দ্র চন্দ্র বিদ্যাপীঠের ছাত্র অনিন্দ্য অধিকারী ৪৮২ নম্বর পেয়ে জেলায় যুগ্ম তৃতীয় স্থানে আছে। খরজুনা হাইস্কুলের ছাত্রী অনুরূপা মন্ডল ও গোরাবাজার শিল্প মন্দির হাইস্কুলের মানসী বিশ্বাসের প্রাপ্ত নম্বর ৪৮১। তারা জেলায় যুগ্ম চতুর্থ হয়েছে। ৪৮০ নম্বর পেয়ে জেলায় পঞ্চম স্থানে রয়েছে সারগাছি রামকৃষ্ণ মিশনের ছাত্র অভিনন্দন শেখ। একই নম্বর পেয়ে যুগ্ম পঞ্চম হয়েছে কৃষ্ণনাথ কলেজ স্কুলের ছাত্র স্বর্নাভ পত্তনদার।

জেলার তিনজন পড়ুয়া গোরাবাজার ঈশ্বর চন্দ্র ইন্সটিটিউশনের ছাত্র অরিত মন্ডল, কান্দি রাজা এমসি গার্লস হাইস্কুলের সুকন্যা মন্ডল,বহরমপুর মহারানী কাশিশ্বরী গার্লস হাইস্কুলের ছাত্রী প্রতীক্ষা সরকার, ৪৭৮ নম্বর পেয়েছে।জেলায় ষষ্ঠ স্থান দখল করেছে তারা।

চালতিয়া শ্রীগুরু পাঠশালা হাইস্কুলের ছাত্রী নাফিসা সুলতানা ৪৭৭ নম্বর পেয়ে এককভাবে সপ্তম হয়েছে জেলায়।

জেলায় ৪৭৬ নম্বর পেয়েছে চারজন ছাত্র। মেধা তালিকায় তারা অষ্টম স্থানে রয়েছে। স্বরূপপুর হাইস্কুলের ছাত্রী জিনিয়া খাতুন,রঘুনাথগঞ্জ হাইস্কুলের সুমিতা দাস, জঙ্গিপুর হাইস্কুলের সৌম্যদীপ পাল, সাগরদিঘি থার্মাল পাওয়ার হাইস্কুলের ছাত্রী দয়িতা দাস বিশ্বাস। ঔরঙ্গাবাদ হাইস্কুলের আর এক ছাত্র তৌফিক নাজিম ৪৭৫ নম্বর পেয়ে এককভাবে জেলায় নবম হয়েছে।

জেলার ২৩ জনের মেধা তালিকায় দশম স্থানে আছে চারজন পড়ুয়া। অর্জুনপুর হাইস্কুলের তসলিমা নাসরিন, গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইন্সটিটিউশনের ময়ুখ মজুমদার,ওই স্কুলেরই আর এক ছাত্র শুভ্র দত্ত, খড়গ্রাম এএম হাইস্কুলের ইরফান মোমিমের প্রাপ্ত নম্বর ৪৭৪।

আরও পড়ুনঃঅধীর গড়ে অভিষেকের ভরসা ‘বিকৃত’ ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights