অধীর গড়ে অভিষেকের ভরসা ‘বিকৃত’ ভিডিও

Social Share

বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ মুর্শিদাবাদের দুটি আসনে মানুষ তাঁদের রায় দিয়ে দিয়েছে মঙ্গলবার। নির্বাচন কমিশনের হিসেবে মুর্শিদাবাদ লোকসভায় সবথেকে বেশি প্রায় ৮১.৫২ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। ওই লোকসভায় মোট ভোটার ১৮ লক্ষ ৮৮ হাজার ৯৭ জন।

সেই নির্বাচনের আগে অধীর চৌধুরীর ভাষণের একটি অংশ ‘বিকৃত’ করা হয়। যা পরে ভাইরাল হয়। আট সেকেন্ডের সেই ভিডিও পুলিশের পক্ষ থেকে বিকৃত বলে জানিয়ে দেওয়ার পরেও এখনও একাধিক জায়গায় তা নিয়ে আলোচনা অব্যহত। এমন সময় বহরমপুরে এসে ‘বিকৃত’ হওয়া সেই ভিডি-ওর শরণ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোবাইল ফোন থেকে সেই ভিডিও মাইক্রোফোনেও শোনালেন। অধীর চৌধুরীর সঙ্গে বিজেপি’র আঁতাতের প্রশ্ন তুলে বিঁধলেনও বহরমপুরের সাংসদকে।

আরও পড়ুনঃ নির্মল পরিবেশ নেই দেখে এলেন চিকিৎসক

যা শুনে কংগ্রেস নেতৃত্ব বললেন, “দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তৃণমূলের। তাই জনগণের সামনে কাকে আঘাত করবে না তো বেছে নিলেন অধীর চৌধুরীকে। আর তা নিয়ে সত্য মিথ্যে যা খুশি বানিয়ে বুনিয়ে বলে মানুষকে ভুল পথে চালনা করবার মরিয়া চেষ্টা চালাচ্ছে অভিষেক ও তার বাহিনী। অথচ ইসলামপুরে ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি কথাও খরচ করলেন না উঠতি নেতা।” জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বললেন, “আসলে মিথ্যা ও জালিয়াতির ওপর দাঁড়িয়ে আছেন তৃণমূলের খোকাবাবু। যে জিনিস ভুয়ো বলে পরিণত হয়েছে তাই দিয়ে মানুষের মন ভোলানোর চেষ্টা করছেন। যা শুনে মানুষ তাঁকে তিরস্কার করছেন। সেটা উনি বুঝেও বুঝছেন না।”

বিজেপি অবশ্য এই ঘটনায় নিজেদের লাভই দেখছেন। বিজেপি জেলা সভাপতি বলছেন, ” তৃণমূল অধীর চৌধুরীকে বিজেপি’র দালাল বলছেন আর অধীর চৌধুরী বিজেপিকে তৃণমূলের দালাল বলছেন। দুজনের কেউই বিজেপিকে অস্বীকার করতে পারছে না কারণ বিজেপি মানুষের মনে জায়গা করে নিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights