সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ সরকারি অর্থ ও প্রধানমন্ত্রী দফতরকে ব্যবহার করে ভোটের প্রচার করছেন নরেন্দ্র মোদি ও কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি সরকার। এই অভিযোগ জানিয়ে Chief Election Commissioner রাজীব কুমারকে চিঠি দিল তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে ডেরেক ওব্রায়েন এই চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি কমিশনারকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন।
ডেরেকের অভিযোগ, আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী দফতর থেকে সরকারি কোষাগার থেকে অর্থ খরচ করে দেশের নাগরিকদের মেসেজ পাঠানো হচ্ছে। সেই মেসেজে বিদায়ী সরকারের প্রচার করা হচ্ছে। যা আইন বিরুদ্ধ।
ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে বিজেপি ও নরেন্দ্র মোদিকে নিষেধ করতে অনুরোধ করেছেন ডেরেক। একইসঙ্গে যে চিঠি দেশবাসীকে মেসেজ করে পাঠিয়েছেন নরেন্দ্র মোদি তা যেন প্রত্যাহার করা হয়। এই প্রচার কাজের জন্য যত সরকারি টাকা খরচ হয়েছে তা যেন বিজেপি ও নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার খাতে দেখানো হয়। তার জন্য আইন অনুযায়ী যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাই যেন নেওয়া হয়।