আজ থেকে জাতীয় সড়কে বাড়ছে টোল ট্যাক্স

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনী ফলাফল এখনও ঘোষণা হয়নি। এখনও ক্ষমতায় আসেনি কেউ। তার আগেই থাকল নতুন সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধির আগাম আভাস। আজ সোমবার থেকে ৫ শতাংশ টোল ট্যাক্স বৃদ্ধি কার্যকর হবে বলে জানিয়েছে জাতীয় সড়ক কতৃপক্ষ। যদিও পয়লা এপ্রিল থেকে এই অতিরিক্ত কর বৃদ্ধি কার্যকর করার কথা ছিল। কিন্তু দেশের সাধারণ নির্বাচনে আদর্শ আচরণ বিধি লাগু থাকায় তা পিছিয়ে দিতে হয়েছিল নির্বাচন কমিশনের নির্দেশে।

টোল ট্যাক্স বৃদ্ধির ফলে, জাতীয় সড়ক ব্যবহার করে যে গাড়িগুলি যাতায়াত করে তাদের আগের তুলনায় ৫ থেকে ২০টাকা অতিরিক্ত কর দিতে হবে বলে সূত্রের দাবি। ২০০৮ সালের আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে আগামী বছর টোল ট্যাক্স কত বাড়বে বা কমবে তা ঠিক করে জাতীয় সড়ক কতৃপক্ষ। সাধারণত দেশের মুদ্রাস্ফীতির উপর এই টোল ট্যাক্স নির্ভর করে। চলতি বছর ২.৫ শতাংশ ট্যাক্স বাড়ার কথা থাকলেও তা দ্বিগুণ হওয়ায় নতুন সরকারের আমলে দ্রব্য মূল্য যে বাড়তে চলেছে তার আগাম আভাস দিয়ে রাখল তা বলাই বাহুল্য।

ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্কে আনুমানিক ৮৫৫টি ইউজার ফি প্লাজা রয়েছে। সেখানে চেকপয়েন্টের মধ্য দিয়ে যাওয়া হালকা যানবাহনগুলির জন্য ১২০ টাকা টোল নেওয়া হবে, যা আগের বছর১১৫ টাকা ছিল৷ ভারী যানবাহনগুলিকে ৬১৫ টাকার বদলে গুনতে হবে ৬৩০টাকা। পুনে-নাসিক হাইওয়েতে, হালকা যানবাহন, মোটরবাইক এবং জিপের জন্য টোল ফি ১০৫ টাকা থেকে বেড়ে ১১০ টাকা হয়েছে এবং বাস এবং ট্রাকের জন্য ৩৭০ টাকা হয়েছে৷

আরও পড়ুনঃ লক্ষণ ভাল ঠেকছে না, দাবি তৃণমূল নেতাদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights