সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বিশ্ব রেকর্ড করল ভারত। অন্তত জাতীয় নির্বাচন কমিশনের দাবি এমনটাই। কমিশনের সদর দফতরে সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার।
আগামী কাল দেশের ৫৪৩টি আসনের ফলাফল ঘোষণা করা হবে।আইনসভায় অংশ নেওয়ার ক্ষেত্রে কার ভাগ্যে সিঁকে ছিড়বে তা কাল ভোটকর্মীরা গুণে বলে দেবেন। তার আগে নির্বাচন কমিশনের পুর্ণাঙ্গ বেঞ্চ সাংবাদিক সম্মেলন করে চলতি লোকসভা নির্বাচনে বাছাই কয়েকটি কৃতিত্বের দাবি করলেন।
Press Conference by Election Commission of India
রাজীব কুমার সেই সম্মেলনেই বলেন, “আমরা বিশ্ব রেকর্ড করেছি চলতি নির্বাচনে। দেশের ৬৪২ মিলিয়ন ভোটার ভোট উৎসবে অংশ গ্রহণ করেছে। তারমধ্যে ৩১২ মিলিয়ন মহিলা ভোটার আছেন।যা জি-৭ দেশগুলির ভোটারদের ১.৫গুণ ও ২৭টি ইউরোপিয়ান দেশের মোট ভোটারের ২.৫গুণ বেশি।” সেই সমস্ত ভোটারদের উদ্দেশে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা দিয়েছেন কমিশনের পুর্নাঙ্গ বেঞ্চের সদস্যরা।
তাছাড়াও চলতি নির্বাচনে জন্মু কাশ্মীরে সন্ত্রাসহীন পরিবেশে বেশ কয়েকবছর পর নির্বাচন হওয়ার কৃতিত্বও দাবি করেছেন কমিশনের শীর্ষ কর্তারা। একইসঙ্গে তাঁরা এটাও মেনেছেন চলতি নির্বাচনে আগাম প্রস্তুতি নেওয়া সত্বেও পুননির্বাচন এড়ানো যায়নি। মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, ” ২০১৯ সালে ৫৪০টি বুথে পুননির্বাচন করতে হয়েছিল কিন্তু এবার সেখানে মাত্র ৩৯টি বুথে পুননির্বাচন করতে হয়েছে তাও দুটি রাজ্যে।” আজ বাংলাতেই দুটি বুথে পুননির্বাচন হচ্ছে।
কমিশন এই নির্বাচনের সময় প্রায় .১০হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। যা সর্বকালীন রেকর্ড বলে মনে করছে কমিশন। যা ২০১৯ সালের নির্বাচনের তিন গুণ। একইসঙ্গে এবারের নির্বাচনে অতীতের নির্বাচনের মত কোনও হিংসার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন কমিশনের এই শীর্ষ কর্তা। বাংলায় সিপিএমের দুই নেতা মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী নির্বাচন কমিশনের অফিসে দেখা করেন। সেখানে ভোট পরবর্তী হিংসার ছবি উঠে আসছে। সেদিকে কমিশনের সজাগ দৃষ্টি দেওয়ার কথা বলেছেন। পাশাপাশি গণনা কেন্দ্রে যাতে ভুয়ো এজেন্ট না ঢোকে সেদিকে কড়া নজর দিয়ে মনিটর করার দাবি তুলেছেন তাঁরা।
যদিও মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, ” ঘড়ির কাঁটার মত নির্ভুল ভোট গণনা হবে ।”
আরও পড়ুনঃ আজ থেকে জাতীয় সড়কে বাড়ছে টোল ট্যাক্স