
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ হ্যান্ড গ্রেনেড ফেটে আহত হলেন জঙ্গিপুর পুলিশ জেলার দুই পুলিশ কর্মী। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ প্রশিক্ষণকালে ঘটনাটি ঘটে জঙ্গিপুর পুলিশ লাইনে। হাঁটুর নিচে হ্যান্ড গ্রেনেডের স্পিন্টার লেগে গুরুতর আহত হয়েছেন ওই দুই পুলিশ কর্মী।
তাদের একজনকে জঙ্গিপুর হাসপাতালে অন্য আর একজনকে কলকাতায় রেফার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ জেলার শীর্ষ কর্তারা হাজির ছিলেন। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় অবশ্য বলেন ” আহতরা ভাল আছে ।”
সাধারণত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রাণঘাতী নয় কাঁদানে গ্যাসের সেল বা ডাই মার্কার গ্রেনেড দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশ ব্যবহার করে আসছে। নিজেকে বাঁচিয়ে সেই গ্রেনেড কীভাবে বিক্ষোভকারীদের দিকে ছুড়তে হয়, যাতে তাদেরও আঘাত না লাগে সেই কৌশলই এদিন শেখানো হচ্ছিল। নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত সব স্তরের পুলিশ কর্মীই এই ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকেন। অসাবধনতাবশত প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে যায় বলে দাবি পুলিশকর্মীদের।