রাজ্য পুলিশের দুটি সমবায় সমিতি পাচ্ছে জাতীয় পুরস্কার

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ জাতীয় স্তরে সমবায় পুরস্কার জিতল রাজ্য পুলিশের দুটি সমবায় সংস্থা। NCDC Regional Awards for Co-operative Excellence and Merit- 2025-এ Murshidabad District Police Personal and Family Welfare co-operative credit society Ltd কে Excellence Awards-এর জন্য নির্বাচিত করা হয়েছে। তবে এবারই প্রথম নয়, গত বছরও এই পুরস্কার জিতেছে মুর্শিদাবাদ পুলিশ কর্মচারীদের জন্য গড়ে ওঠা এই সমবায় সমিতি। কর্মচারী সমবায় ব্যাঙ্কের জন্য প্রদত্ত Merit Awardও জিতেছে পুলিশ। বীরভূম জেলা পুলিশকে Merit Award দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে বলে NCDC-র পক্ষ থেকে জানানো হয়েছে।

মুর্শিদাবাদ জেলায় ১ হাজার ৭৯৬টি বিভিন্ন ধরনের সমবায় আছে। তারমধ্যে ২১৩টি ব্যাঙ্কিং সমবায় আছে, যারা সাধারণ মানুষের আমানত সংগ্রহ করে। পুলিশের এই সমবায় সমিতি পুলিশ কর্মীদের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের জন্য ১৯৯৮ সালে তৈরি হয়েছিল। পুলিশ কর্মী ছাড়াও বর্তমানে হোমগার্ড ও সিভিক ভলান্টিয়াররাও এই সমবায় থেকে একইরকম সুবিধা পায়। ২০২৪-২৫ অর্থবর্ষে এই সমবায় সমিতির নিট লাভ কোটি টাকা ছাড়িয়েছে।

মুর্শিদাবাদ জেলা আধিকারিক (DRCS) মানব বন্দ্যোপাধ্যায় বলেন, ” জেলার সমবায় আন্দোলনের ক্ষেত্রে জাতীয় পর্যায়ের এই পুরস্কার একটি বিশেষ স্বীকৃতি।” তিনি আরও বলেন, ” প্রায় ৫ লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে এই জেলার সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত। পুলিশ সমবায়ের পাওয়া পুরস্কার অন্যদের উৎসাহিত করবে।” জেলা সমবায় দফতর সূত্রে জানা যায়, মুর্শিদাবাদ জেলায় পুলিশ ছাড়াও চুনাখালি সমবায় সমিতি আর মুর্শিদাবাদ সিএডিপি সমবায় সমিতি গত আর্থিক বর্ষে নিট মুনাফা এককোটি ছাড়িয়ে গিয়েছে। নভেম্বর মাসের অনুষ্ঠিত জাতীয় সমবায় সপ্তাহে এই তিনটি সমিতি বিশেষ সম্মান জানানো হবে জানান মুর্শিদাবাদ জেলার ডিআরসিএস।

১৯৯৮ সালে তৎকালীন রাজ্যের তথ্য ও সম্প্রচার মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য Murshidabad District Police Personal and Family Welfare co-operative credit society Ltd এর উদ্বোধন করেন। তবে সমবায় তৈরির সলতেটা পাকিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন পুলিশ সুপার সৌমেন মিত্র। ১৯৯৪ সালে জেলায় যখন অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে এসেছিলেন সেই সময় এই সমবায়ের রেজিস্ট্রেশন হয়। বদলি হয়ে অন্য জেলায় চলে যাওয়ায় সেই কাজ থমকে যায়। ১৯৯৮ সালে তিনি পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে ফের জেলায় এলে পুরনো উদ্যোমে শুরু হয় সমিতির ঘর বারান্দা তৈরি থেকে সদস্য গ্রহণের কাজ। নভেম্বরে পালিত সমবায় সপ্তাহে তাঁকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান ডিআরসিএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights