সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ প্রায় নির্বিঘ্নেই পঞ্চম দফার নির্বাচন শেষ হল সোমবার। দেশের আট রাজ্যের ৪৯টি লোকসভা আসনে এদিন নির্বাচন হয়।তারমধ্যে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও জন্মুকাশ্মীরও ছিল। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এদিন প্রায় ৮.৯৫ কোটি ভোটারের জন্য প্রস্তুত করা হয়েছিল প্রায় ৯৪ হাজার বুথ। একইসঙ্গে এদিন ওড়িশাতে ছিল ৩৫ আসনের বিধানসভা নির্বাচনও।
কমিশন সূত্রে শেষ পাওয়া খবরে জানা যায় এদিন লোকসভা আসনে গড়ে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে দেশে। আট রাজ্যের মধ্যে পশ্চিমবাংলায় সবথেকে বেশি ভোট পড়েছে ৭৪.৪৭ শতাংশ। তারপরেই আছে লাদাখ। সেখানে ভোট পড়েছে ৬৯.৬২ শতাংশ। এরপর ঝাড়খণ্ড ৬৩ শতাংশ।

তারপর ওড়িশা। সেখানে ভোট দানের হার ৬৭.৩০ শতাংশ। উত্তরপ্রদেশের ১৪টি লোকসভায় ভোট পড়েছে ৫৭.৭৯ শতাংশ। এরপর রয়েছে জন্মু ও কাশ্মীর। সেখানে মোট ভোটারের ৫৬.৪৯ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। বিহারে শেষ পর্যন্ত ভোট পড়েছে ৫৪.৬৬ শতাংশ। এদিন সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। সেখানকার মাত্র ৫৪.২৯ শতাংশ মানুষ নির্বাচনে অংশ নিয়েছেন।
বাংলায় সাতটি লোকসভার মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে আরামবাগে। সেখানে ৭৮.৮১ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়। বারাকপুর ও হাওড়ায় ভোট দানের হার কম। ওই দুই লোকসভায় ভোট পড়েছে যথাক্রমে ৬৮.৮৪ শতাংশ ও ৬৯.২৪ শতাংশ। বিকেল পাঁচটার পরে বারাকপুরে তেমন ভোট পড়েনি বলেই কমিশন সূত্রে খবর।