সংবাদ হাজারদুয়ারি প্রতিনিধিঃ মুর্শিদাবাদ জেলার তিনটি আসন তার মধ্যে অন্যতম বহরমপুর। সেই আসনে প্রার্থী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন ক্রিকেটার সংখ্যালঘু মুখ ইউসুফ পাঠানকে বেছে নিলেন বহরমপুরে। কিছুদিন আগেই এই আসনে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে স্থানীয় চিকিৎসক নির্মল সাহাকে।
জেলার বাকি দুটি আসন মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর আসনে মমতা ভরসা রাখলেন বিদায়ী সংসদ আবু তাহের খান ও খলিলুর রহমানের ওপরেই। এর আগের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের লড়াই করেছিলেন বিধায়ক অপূর্ব সরকার। চলতি বছরের লোকসভা নির্বাচনে দলের একাধিক ব্যক্তি বহরমপুরে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ‘বহিরাগত’ ইউসুফকে দাঁড় করিয়ে গোষ্ঠী কোন্দলে আপাতত ছেদ টানলেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন দলেরই অন্দরে।