TMC: গর্জালেন ফিরহাদ হাকিম

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্ক: শুধু সন্দেশখালি নয় তার বিরুদ্ধেও ইডি,সিবিআই হানা ছিল বিজেপির মিথ্যাচার। ব্রিগেডে তৃণমূলের জনগণ সভা থেকে খুব উগ্র দিলেন ফিরফাদ হাকিম।

তিনি বলেন, “Delhi কাঁপবে এই জন-গর্জনে। একশ দিনের টাকা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যে এসে মিথ্যে কথা বলে যাচ্ছেন মোদীজি। সন্দেশখালি নিয়ে বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলছেন। কোন ই ডি সিবিআই সন্দেশখালি সমাধান করতে পারেনি। কোন সিপিএম বিজেপি সন্দেশখালি সমাধান করতে পারেনি। যেদিন নারী লাঞ্ছনার অভিযোগ উঠেছে সেই দিনই পুলিশ শিবু হাজরা উত্তম সর্দারকে অ্যারেস্ট করেছে।” আরও বলেন, “হাইকোর্ট যেদিন ক্লারিফাই করেছে তার পরপরই শাহজাহানকে অ্যারেস্ট করেছে প্রশাসন।” একই সঙ্গে মনিপুর, হাতরাস থেকে সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া নামাজে পুলিশের লাঠির উদাহরণ পর্যন্ত তুলে বিজেপিকে আক্রমণ করেন এই বর্ষীয়ান নেতা। দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে সুরক্ষিত আছে বাংলার মানুষ। নাম না করে আক্রমণ করলেন তৃণমূল ত্যাগী তাপস রায় কে। বললেন, “মুখে নীতি আদর্শের কথা বলেন আর যেদিন ইডিসিবিআই বাড়ি গেল সেদিন যারা সিবিআই পাঠালো, তাদের পা ধরে বললেন যে আমাকে আপনাদের দলে নিন আর যেন সিবিআই না আসে সেই জন্য কাঁদছেন। আজ প্রমাণ হয়ে গেছে আমার বিরুদ্ধে যে কেস সেটা অন্যায় সেটা বেআইনি আমাকে জেলে ভরা হয়েছিল। আমার বাড়িতে বারবার সার্চ হয়েছে কিন্তু আমি ভয় পাইনি আমি বলেছি আমার স্ত্রী আমার মেয়ের অপমান হয়। কিন্তু নিশ্চিত ভাবে মেয়েকে আদর্শ শিক্ষা দিয়ে যাব পায়ে ধরবার শিক্ষা দিয়ে যাব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights