আরজিকর কান্ডে ভাইরাল একাধিক অডিও, অভিমুখ প্রভাবশালীর দিকে

Social Share

সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক মৃত্যু কান্ডে ২৪ ঘন্টার মধ্যে একজন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধৃত ব্যক্তির ফাঁসির নিদান দিয়েছেন। শাসকদলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন “এই ধরনের অপরাধীদের এনকাউন্টার করে মারা উচিত।” অথচ ধৃত সিভিক ভলান্টিয়ার নাকি “স্কেপ গোট” বা বলির পাঁঠা। প্রকৃত দোষীকে আড়াল করতেই ‘নাটক সাজিয়েছে’ পুলিশ। এমনটাই দাবি একাধিক মহলের। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও বলেছেন ” আমার দৃঢ় ধারণা ধৃতের সঙ্গে তৃণমূলের শীর্ষ স্তরের নেতৃত্বের যোগাযোগ আছে। না হলে এত সাহস তার হত না। পরিকল্পিত ভাবে সেখানে ঢুকেছে ও ধর্ষণ করে খুন করেছে। একটা ঘরের মেয়ে আমাদের এইভাবে হারিয়ে গেল।”

আরও পড়ুনঃ বাংলাদেশের নেতা লুকিয়ে মুর্শিদাবাদে, ধরল পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights