ফুটবলে সেরা আজিমগঞ্জের ছোটদের ট্রফি দিলেন ইউসুফ

Social Share
চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ‘খেলা হবে দিবস’ উপলক্ষে বহরমপুর পৌর যুব কল্যাণ দফতরের উদ্যোগে ও বহরমপুর পুরসভা ও জেলা ক্রীড়া সংস্থা,র সহযোগিতায় কিশোরদের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। মুর্শিদাবাদ জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের পরিচালনায় বহরমপুর স্টেডিয়ামে শনিবার বিকেলে অনূর্ধ ১৪ চারটি দলের খেলা অনুষ্ঠিত হয়। সেই খেলায় চুড়ান্ত পর্বে বহরমপুর এফইউসিকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আজিমগঞ্জ ডন বস্কো ওয়েলফেয়ার সেন্টার।

তার আগে বাছাইপর্বে আজিমগঞ্জ ডন বস্কো ওয়েলফেয়ার সেন্টার, করুণাশঙ্কর ভট্টাচার্য ফুটবল অ্যাকাডেমিকে ২-০ হারিয়ে দেয়। তবে খেলার নির্ধারিত সময়ে দেবকুন্ডু ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ও এফইউসি গোল শূন্য থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। পরে ২-০ গোলে দেবকুন্ডুকে হারিয়ে চুড়ান্ত পর্বে খেলার সুযোগ করে নেয় এফইউসি।

বহরমপুরের সাংসদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল।

খেলার মাঠে এদিন উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। ছিলেন পৌর যুব আধিকারি সুভাষ বিশ্বাস। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়, অন্য কাউন্সিলর ছাড়াও তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি নিলিমেশ বিশ্বাস সহ মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি সহ অন্য প্রতিনিধিরা।

বহমপুর পৌর আধিকারিক সম্মান জানাচ্ছেন সাংসদকে

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এদিন পুরপ্রধান ও সাংসদের স্টেডিয়ামে বসে ফোনে কথা হয়। জেলায় ছেলেমেয়েদের ক্রিকেট খেলাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েও এদিন সৌরভের সঙ্গে কথা হয় চেয়ারম্যানের। তাঁর পরামর্শমতো জেলার খেলাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য সৌরভকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান পুরপ্রধান।

মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন ” জেলার বিভিন্ন খেলার উন্নয়ন নিয়ে সাংসদের সঙ্গে এদিন আলোচনা হয়েছে। জেলার খেলাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে তিনিও উৎসাহ দেখিয়েছেন।” বহরমপুর পুরসভার চেয়ারম্যান তথা জেলা ক্রীড়া সংস্থার উন্নয়ন কমিটির চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়কে স্পোর্টস কমপ্লেক্স করার ব্যাপারে অনুরোধ করা হয়েছে। তবে জেলার খেলার ব্যাপারে ইউসুফ ও নাড়ুগোপালের আগ্রহে খুশি জেলার ক্রীড়া কর্তারা।

‘খেলা হবে দিবস’ উপলক্ষে মুর্শিদাবাদ জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে জেলার ২৬টি ব্লক ও আটটি পুরসভাতে এদিন ফুটবল ও অন্যান্য খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জেলার খেলার অনুষ্ঠিত হয় ডোমকল মহকুমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights