কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন নাড়ুগোপাল,

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুর: দলীয় কর্মীকে মারধরের ঘটনায় বহরমপুর শহরে পথে নেমে বিক্ষোভ দেখালেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় ও তার বাহিনী। তবে এদিনের বিক্ষোভ কর্মসূচি ধরন ছিল আলাদা। এতদিন তৃণমূল কংগ্রেস যত মিছিল শহরে পরিক্রমা করেছেন সে নির্বাচনের ফলাফল হোক আর কোন প্রতিবাদ কর্মসূচি হোক সব মিছিল কংগ্রেস কার্যালয়ের সামনে দিয়ে গিয়েছে।

কিন্তু বাংলা বছরের শেষ দিন বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে কার্যত খুব উগরে দিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান। জলীয় কর্মীদের পাশে নিয়ে এদিন তিনি কার্যত অধীর চৌধুরীকে হুমকির সুরে বলেন, “হেরে যাওয়ার ভয় থাকলে প্রার্থী হিসেবে নাম তুলে নিন। “

তবে যে সময়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তৃণমূল কর্মীরা সেই সময় কংগ্রেস কার্যালয় কার্যত শুনশান ছিল। কোনরকম বিশৃঙ্খলাতে মোতায়েন ছিল বহরমপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights