সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ সন্দীপ ঘোষের পর আজ সন্ধ্যায় আরজিকর হাসপাতালের অধ্যক্ষ, সুপার, ডিন সহ তিন স্বাস্থ্য আধিকারিককে সরিয়ে দিয়েছে স্বাস্থ্যভবন। তাঁদের জায়গায় নতুন তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে সন্দীপের নাম সরকারিভাবে খারিজ করা হয়েছে। তাঁকে স্বাস্থ্য ভবনের ওএসডি করা হয়েছে।
সুহৃতা পালের জায়গায় আরজিকর হাসপাতালের অধ্যক্ষ হয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়। গত বছর অক্টোবরে এই মানসকেই আরজিকর হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছিল। অভিযোগ, স্বাস্থ্যভবনের সেই নির্দেশ সন্দীপের অঙ্গুলী হেলনেই বাতিল হয়ে গিয়েছিল। মানসকে সরিয়ে ফের অধ্যক্ষের পদে বসেছিলেন সন্দীপ। নয়া নির্দেশে সুহৃতাকে পাঠানো হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদে। সূত্রের দাবি, আরজিকরে অধ্যক্ষ পদের দায়িত্ব নিলেও সুহৃতা হাসপাতালে আসছিলেন না।
সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে অধ্যাপক বুলবুল মুখোপাধ্যায়কে আরজিকর হাসপাতালের সুপারের দায়িত্ব দেওয়া হয়েছিল। এদিন তাঁকেও সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় ওই হাসপাতালের নয়া সুপার হন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যাপক সপ্তর্ষী চট্টোপাধ্যায়। আরজিকরের সাইকোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক পদে ফিরেছেন বুলবুল। ডিন অব স্টুডেন্ট পদ থেকেও সরানো হয়েছে তাঁকে।
চেষ্ট মেডিসিন বিভাগের প্রধান অরুনাভ চট্টোপাধ্যায়কে মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন।