
বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ মুর্শিদাবাদে নিঁখুত হল না মাধ্যমিক পরীক্ষা। পথ দুর্ঘটনায় পা ভেঙে গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ডোমকল মহকুমায়। ওই মহকুমার মোক্তারপুরের বাসিন্দা ইসরায়েল মন্ডলের ছেলে মহম্মদ হাসান মন্ডল রায়পুর উচ্চবিদ্যালয়ের ছাত্র। ওই পরীক্ষার্থী সকালে কাকার সঙ্গে বাইকে করে হরিশঙ্করপুর হাইস্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল।
পরিবারের দাবি, সেই সময় উল্টোদিক থেকে একটি চারচাকা ভ্যান আসছিল। তার সঙ্গে ধাক্কা লেগে বাইক থেকে পড়ে যায় বাইক চালক ও আরোহি। গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডোমকল মহকুমা হাসপাতাল সূত্রে জানা যায় ওই পরীক্ষার্থীর পা ভেঙেছে। তার পায়ে ৪০টি সেলাই পড়েছে। পায়ে প্লাস্টার করা হয়েছে। ওই পরীক্ষার্থীর মা টুকটুকি খাতুন বিবি বলেন, ” আমার দেওরের সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিল। বাইকের হ্যান্ডেল ওই চারচাকা গাড়িতে কীভাবে ধাক্কা লেগে এই বিপদ ঘটে যায়।”
রায়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক মহম্মদ মোহনলাল শেখ বলেন, ” আমরা পরীক্ষা শুরুর কুড়ি মিনিট আগে এই দুর্ঘটনার খবর পাই। খবর পেয়ে আমাদের এখানকার পরিক্ষার ভারপ্রাপ্ত আধিকারিক রিপন মল্লিকের সঙ্গে যোগাযোগ করি। ডোমকল হাসপাতালে গিয়ে ওই পরীক্ষার্থীর চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন করে হাসপাতালে বসে যাতে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থাও করি।”
হাসানের মা বলেন, “এই অবস্থায় পরীক্ষা যেমন হওয়ার তেমনই হয়েছে। নার্ভাস হয়ে গিয়েছিল।” যদিও কর্তব্যরত এক পুলিশের দাবি, ” বাইক দ্রুতগতিতে আসছিল। অসতর্কতার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।”
তবে হাসান ছাড়াও মুর্শিদাবাদ জেলা মাধ্যমিক পরীক্ষার আহবায়ক সুদীপ সিনহা রায় বলেন, ” ডোমকল, বেলডাঙা হরিহরপাড়া সহ একাধিক জায়গায় আরও ছ জন পরীক্ষার্থী অসুস্থতার কারণে হাসপাতালে শুয়ে পরীক্ষা দিচ্ছে। তারমধ্যে ডান হাত ভাঙা এক পরীক্ষার্থীও আছে।” হাসানের আগামী পরীক্ষাগুলিও হাসপাতাল থেকেই দিতে হবে বলে অনুমান চিকিৎসকদের।
Please follow our YouTube Channel: SangbadHazarduari