
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বহরমপুরে ভাগীরথী সেতুর ওপর বাস ও লরির মুখোমুখি ধাক্কায় আহত হলেন বেশ কয়েকজন বাসযাত্রী। আশঙ্কাজনক অবস্থা এক কলেজ ছাত্রীর। সোমবার ঘটনাটি ঘটেছে বিকেল পাঁচটা নাগাদ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বহরমপুর থেকে উত্তরপাড়া অভিমুখী একটি যাত্রীবাহি বাস ও উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে সেতুতে ওঠার সময় মুখোমুখি ধাক্কা লাগে।
জোর ধাক্কায় মহিলা সহ বাসের পনের থেকে ষোল জন যাত্রী আহত হয়। তাঁদের মধ্যে সাতজন মহিলার অবস্থা গুরুতর। তাঁদের কারও কপালে, কারও মুখে, কারও থুতনিতে আঘাত লেগেছে। নাকে গুরুতর আঘাত লেগেছে চুর্ণী মণ্ডল নামে একজন মহিলার। নিবেদিতা মণ্ডল নামে একজন কলেজ ছাত্রীর চোয়াল ভেঙেছে বলে সূত্রের দাবি।
পুলিশ ও স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর দশজনকে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহতেরা ওই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অস্ত্রোপচার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। নিহতের কোনও খবর নেই বলে জানান বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ। লরির পেছনে ছিল একটি বোলেরো গাড়ি। লরিতে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্থ হয় সেই গাড়িটিও।
আচমকা এই দুর্ঘটনায় সেতু থেকে গির্জার মোড় পর্যন্ত এলাকায় যানজট তৈরি হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ লরি ও বাসকে আটক করেছে।