ভোটের নিরাপত্তার দাবিতে মহকুমাশাসকদের ডেপুটেশন দিল এবিটিএ

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ শিক্ষক রাজকুমার রায়কে মনে আছে? করণদিঘির রহতপুর হাইস্কুলের শিক্ষক রাজকুমার। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ইটাহার ব্লকের একটি স্কুলে প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করতে গিয়ে ভোট চলাকালীন নিঁখোজ হয়ে যান। পরে রেললাইনের ধারে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। যা নিয়ে তোলপাড় হয়েছিল সারা রাজ্য। তাঁর নিঁখোজ ও মৃত্যু রহস্যের আজও উন্মোচন হয়নি।

দক্ষিণ কোলকাতার সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমকে প্রচারে বাধা দিল পুলিশ।

পাঁচ বছর পরে ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনেও ভোটকর্মীদের হেনস্থার ভুরিভুরি অভিযোগ যা শেষ পর্যন্ত সুরাহাই হয়নি। মাঝখানে একুশের বিধানসভা নির্বাচন ও ২০২২-এর পৌরসভা নির্বাচনে ভোটের কাজে যেতেও হাজারবার পা আটকে গিয়েছে ভোটকর্মীদের। কিন্তু যেতে হয়েছে। বারবার তাঁদের নিরাপত্তার প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে নিরাপত্তার ত্রুটি হবে না বললেও বাস্তব অন্য কথা বলে বলেই দাবি ভোটকর্মীদের। স্বাভাবিকভাবেই ভোটের ডিউটি করতে গেলে যেমন আতঙ্কে থাকেন ভোটকর্মীরা তেমনই বুকে পাথর টাঙিয়ে থাকতে হয় পরিবার পরিজনদের।

লালবাগ মহকুমা শাসকের সঙ্গে সংগঠনের সদস্যরা।

আসন্ন লোকসভা নির্বাচনে মহিলা সহ ভোটকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করার দাবি তুললেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির প্রাথমিক ও মাধ্যমিক সংগঠনের সদস্যরা। শুধু তাই নয়, ভোটকেন্দ্রে সুব্যবস্থা থাকতে হবে। এমনকি নির্বাচনের কাজে যুক্ত ভোটকর্মীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার ও দাবি তোলেন শিক্ষক নেতারা। মুর্শিদাবাদ জেলার চারটি মহকুমার মহকুমাশাসকদের কাছে সংগঠনের মহকুমা নেতৃত্ব বৃহস্পতিবার স্মারকলিপি জমা দিলেন। তার আগে কোথাও পথসভা কোথাও এলাকায় মিছিল করেন শিক্ষক-শিক্ষাকর্মীরা।

পড়ুনঃ পাঠান(সেনা) ভোটে লড়তে এল

পথসভায় ডোমকল মহকুমা সম্পাদক নজরুল ইসলাম সহ মহকুমার জনাকয়েক শিক্ষক নেতা বক্তব্য রাখেন। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য তরুন ঘোষ। লালবাগ সিঙ্ঘী স্কুলের সামনে সভা শেষ করে সংগঠনের সদস্যরা মহকুমাশাসককে স্মারকলিপি জমা দেন। লালবাগ মহকুমা সভাপতি শুভাশীষ ঘোষ,হোসেন সিদ্দিকী ছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্যা অর্পিতা ব্যানার্জী সেখানে উপস্থিত ছিলেন। বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়েও সংক্ষিপ্ত সভা হয়। সেখানে বক্তব্য রাখেন মহকুমা সভাপতি কাঞ্চন ভাদুড়ী, অমল কর্মকার, এবিপিটিএ জেলা সম্পাদক নবেন্দু সরকাররা। পরে সংগঠনের বহরমপুর শহর সম্পাদক কল্যান ঘোষের নেতৃত্বে এবিটিএ ও এবিপিটিএ-র চারজনের একটি প্রতিনিধি দল সদর মহকুমা শাসককে ডেপুটেশন দেন। (ছবিঃ সংগঠন সূত্রে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights