Kolkata airport-এ আচমকা গুলি, রক্তারক্তি

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বুধবারের পর বৃহস্পতিবার। ফের শিরোনামে Kolkata airport. এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ গুলির আওয়াজ শোনা যায়, স্থানীয়রা জানান ৫ নম্বর গেটের দিক থেকে গুলির আওয়াজ ভেসে আসে। সেই দিকে ছুটে যান কর্তব্যরত সিআইএসএফ কর্মীরা। তাঁরা গিয়ে দেখেন ওই গেটের টাওয়ারেই রক্তে ভেসে যাচ্ছে তাঁদেরই এক সহকর্মীর দেহ।

প্রথম AI anchor

তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিমানবন্দর সংলগ্ন ভিআইপি রোডের পাশেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের দাবি, নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান শ্রীবিষ্ণু। তবে কী কারণে এই ঘটনা ঘটালেন ওই জওয়ান, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

শুনুনঃ প্রধানমন্ত্রীর সঙ্গে রেখা পাত্রের কথোপকথন

বুধবার সকালে এই কলকাতা বিমানবন্দরেই অল্পের জন্য রক্ষা পেয়েছিল দুটি বিমান। উড়ানের ঠিক আগের মুহূর্তে দু’টি বিমানের ডানায় ধাক্কা লাগে। ঘটনার সময়ে দুই বিমানেই যাত্রী ছিলেন। একটি ফ্লাইট কলকাতা থেকে চেন্নাই অন্য ফ্লাইটটি কলকাতা থেকে দারভাঙ্গা যাচ্ছিল। দুটি বিমানের ডানাই ক্ষতিগ্রস্থ হয়। যাত্রীরা নিরাপদে ছিলেন। চালকদের কাজ থেকে ওইদিন অব্যহতি দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights