সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়ি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। বৃহস্পতিবার তাঁর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর সুস্থতা কামনা করেন তিনি। পরীক্ষা শেষে বন্ধুদল ও নিজের দলের প্রার্থীর প্রচারে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে বেড়িয়েছেন অধীর।
বৃহস্পতিবার ব্যরাকপুরে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের প্রচারে গিয়েছিলেন তিনি। কল্যাণী ও কাঁচরাপাড়ায় প্রচার শেষে মুকুল রায়ের সঙ্গে দেখা করেন। তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নেন। যদিও এর আগে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, বিজেপি প্রার্থী অর্জুন সিংহও মুকুলের সঙ্গে দেখা করে আশীর্বাদ চেয়েছেন। সরকারিভাবে মুকুল এখনও কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। এদিন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বলেন, “রাজনীতি, রাজনীতির জায়গায়।এটাই জাতীয় কংগ্রেসের সংস্কৃতি।”