সংবাদ প্রতিনিধি, মালদহঃ রাজ্যে মালদহ ও মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃত্যু হল ১৩ জনের। মর্মান্তিক এই প্রাকৃতিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। ওই দিন আচমকা ঝড় বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। তার জেরেই মালদহের ১২ জন ও মুর্শিদাবাদে ১ জনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। মালদহে মৃতদের তালিকায় রয়েছে দুই স্কুল পড়ুয়াও।
দিন কয়েক আগে দক্ষিণবঙ্গেও বাজ পরে দশ জনের মৃত্যু হয়েছে। প্রচন্ড দাবদাহের পাশাপাশি ধোঁয়া, ধুলো ও খামখেয়ালি আবহাওয়ার জন্য বজ্রপাত বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুনঃ তৃণমূল শিক্ষক নেতার “কেচ্ছা”য় সরব দলের একাংশ, বিঁধল বিজেপি